পোশাক শিল্প নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে উদ্বেগের কিছু নেই

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৩৩, রবিবার, ১০ মার্চ, ২০২৪, ২৫ ফাল্গুন ১৪৩০

যুক্তরাষ্ট্রের বাজারে দেশগুলো কীভাবে অবস্থান করে নিয়েছে, সেটি খতিয়ে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন-ইউএসআইটিসি। তবে এতে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তবে এসব বিষয় তুলে ধরতে ইতিমধ্যে মার্কিন কমিশনকে চিঠি দিয়েছে। তবে তদন্তে যেসব বিষয়ের কথা বলা হয়েছে, সেসব বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি, ট্রেড ইউনিয়ন, কর্মপরিবেশ ও নিরাপত্তাসহ সামগ্রিক বিষয় মূল্যায়ণ করতে তদন্ত শুরু করছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন-ইউএসআইটিসি।

যুক্তরাষ্ট্রের বাজারে দেশগুলো কীভাবে অবস্থান করে নিয়েছে, সেটি খতিয়ে দেখবে এই সংস্থাটি। ১১ মার্চ এ বিষয়ে ওয়াশিংটনে শুনানি হবে। বাংলাদেশের পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ভার্চ্যুয়ালি এ শুনানিতে অংশ নেবেন।

তবে এতে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তবে এসব বিষয় তুলে ধরতে ইতিমধ্যে মার্কিন কমিশনকে চিঠি দিয়েছে। তবে তদন্তে যেসব বিষয়ের কথা বলা হয়েছে, সেসব বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে।

পোশাক মালিকরা বলছেন, রিপোর্টে বাংলাদেশের বিষয়ে ভালো কথা থাকবে। এতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়বে না। কারণ কোনোকালেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পায় না। আগামীতেও সম্ভাবনা নেই। তারপরও এই তদন্তের উদ্দেশ্য বুঝা যাবে শুনানির পর। কারণ তারা এখনও বিস্তারিত কিছু বলেনি।

যুক্তরাষ্ট্রের এই তদন্ত কমিটি প্রতিযোগিতামূলক পরিস্থিতির পাশাপাশি সরবরাহকারী দেশগুলোর মধ্যে কাঠামোগত পাথর্ক্যগুলোর সামগ্রিক মূল্যায়ন করবে বলেও আশা প্রকাশ করেছে বিজিএমইএ।

বিষয়ঃ উন্নয়ন

Share This Article


ভিসা নিষেধাজ্ঞায় ইউনুসের হাত!

ঈদযাত্রায় স্বস্তি আনতে ১৫ বছরে সরকারের যত উদ্যোগ

বৃদ্ধির পথে রিজার্ভ: বাড়ল ৫১ কোটি ডলার!

গ্রামীণ ফোনের ইনকামিং কল চার্জ বন্ধ করলেও বিদেশী বন্ধুদের দ্বারা সরকারকে থ্রেট দিয়েছিলেন ইউনুস!

পোশাকের নতুন বাজার: আওয়ামীলীগ সরকারের শাসনামলে ১০ গুণ বেড়েছে রপ্তানি!

পাহাড়ে ‘কেএনএফ’ সন্ত্রাসী গোষ্ঠী আসলে কারা?

বিশ্ব খাদ্য নিরাপত্তায় শঙ্কা: বাংলাদেশের অবস্থান কোথায়

প্রধানমন্ত্রীর মুখে গ্রামীন ফোন নিয়ে ধোঁকাবাজির গল্প!

কেমন আছে ইউনুসবিহীন গ্রামীন ব্যাংক?

ইউনূসের ক্ষুদ্র ঋণের ‘সাপ্তাহিক কিস্তি’ চক্র যখন ফাঁদ

ইজরাইলি ভাস্কর্য শিল্পী মিজ হেদভা সের স্বারক পুরস্কারকে কেন ইউনেস্কোর বলে চালালেন ইউনুস?

গ্রেফতার হবার আগেই যেভাবে স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু