নতুন বছরের প্রথম মাসেই সুখবর মিলল প্রবাসী আয়ে। চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৭ টাকা ধরে যার পরিমাণ ২০ হাজার ৯৫৯ কোটি টাকা। ১ ফেব্রুয়ারি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।