বয়স অল্প, মাত্র ২৩ বছর। স্বভাবে মৃদুভাষী, শান্ত। পেসার হলেও তার মাঝে কোনো আগ্রাসন নেই। ট্রেন্ট বোল্ট যেমন হাসিমুখে প্রতিপক্ষ ব্যাটারকে ঘায়েল করেন, হাসান ততটাও করেন না। কিন্তু এই হাসান মাহমুদই প্রতিপক্ষ ব্যাটারদের জন্য এক আতঙ্কের নাম হয়ে উঠেছেন। তার ভয়ংকর বলের সামনে ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের ব্যাটাররাও খাবি খেলেন।