১০ দফা' ঘোষণা ছাড়া আগের ৯টি বিভাগীয় সমাবেশের মতোই বক্তব্য এসেছে বিএনপি নেতাদের কাছ থেকে,যদিও প্রদত্ত ১০ দফায়ও নতুন কিছু নেই। বিগত কয়েকবছর যাবৎ বিএনপির পক্ষ থেকে যেসব দাবি জানানো হচ্ছিল, দশ দফায় সেগুলোই মূলত তুলে ধরা হয়েছে।