সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ অবস্থায় এ বছর ডেঙ্গুর ব্যাপক সংক্রমণের শঙ্কা প্রকাশ করে দেশবাসীকে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদফতর। এরই অংশ হিসেবে আসন্ন ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে স্বাস্থ্য অধিদফরের হাসপাতাল ও ক্লিনিক শাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ১১ দফা সুপারিশ করেছে। আজ সকালে অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সুপারিশ করা হয়।