শিল্পী ধ্রুব এষ আইসিইউতে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৭, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩০

শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত অসুস্থতাজনিত কারণে বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের (বিআরবি হসপিটালের উল্টা পাশে) আইসিইউতে ভর্তি করা হয়।

প্রচ্ছদশিল্পী চারু পিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

ধ্রুব এষ প্রচ্ছদ শিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করলেও লেখালেখিও করেন তিনি। ইতোমধ্যে প্রায় ৩৫০০ গ্রন্থের প্রচ্ছদপটের নকশা করেছেন এই শিল্পী। ১৯৯০ সালের পর তিনি বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদের বেশির ভাগ গ্রন্থের প্রচ্ছদ আঁকেন। 

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article