বৃদ্ধির পথে রিজার্ভ: বাড়ল ৫১ কোটি ডলার!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৫৩, শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ২৩ চৈত্র ১৪৩১

গত দুই বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমছিল। তবে গত দুই মাস ধরে সে অবস্থার উন্নতি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় এক সপ্তাহে প্রায় ৫১ কোটি ডলার বাড়ল।

রপ্তানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বৃদ্ধির পথে দেশের রিজার্ভ। সপ্তাহ ব্যবধানে নিট রিজার্ভ বেড়েছে ৫০ কোটি ৯৫ লাখ ডলার। গত ৪ এপ্রিল প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯৯৬ কোটি ৫৭ লাখ ১০ হাজার ডলার। এক সপ্তাহে আগে তা ছিল ১৯৪৫ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ডলার।

তথ্য মতে, গত দুই বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমছিল। তবে গত দুই মাস ধরে সে অবস্থার উন্নতি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় এক সপ্তাহে প্রায় ৫১ কোটি ডলার বাড়ল।

নিট রিজার্ভের পাশাপাশি বেড়েছে মোট রিজার্ভও। সর্বশেষ মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৫৩০ কোটি ৭৬ লাখ ডলারে, যা এক সপ্তাহ আগে ছিল ২৪৮১ কোটি ২০ লাখ ডলার। এক সপ্তাহে বাড়ল ৪৮ কোটি ৫৬ লাখ ডলার।

Share This Article