আইএমএফের ঋণ: তৃতীয় কিস্তির জন্য ৯ শর্ত পূরণ বাংলাদেশের!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৮, বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩০

কোন বাধা ছাড়াই ঋণের ১ম ও ২য় কিস্তি পায় বাংলাদেশ। তৃতীয় কিস্তির জন্য আইএমএফের দেয়া  ৯টিই পূরণ করেছে বাংলাদেশ। এতে ঋণের বাকি অর্থ ছাড় পেতে কোনো বাঁধা নেই।

২০২২ সালের নভেম্বরে রিজার্ভ সহায়তা হিসেবে বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত হয় ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড-আইএমএফ। কোন বাধা ছাড়াই ঋণের ১ম ও ২য় কিস্তি পায় বাংলাদেশ। তৃতীয় কিস্তির জন্য আইএমএফের দেয়া  ৯টিই পূরণ করেছে বাংলাদেশ। এতে ঋণের বাকি অর্থ ছাড় পেতে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ১৬ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

আব্দুর রউফ তালুকদার জানান,বৈঠকের ফাঁকে মরিশাসের প্রবাসী কর্মীদের রেমিট্যান্স পাঠানোর বিষয়ে মরিশাসের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে আলোচনা হয়েছে। সেখানে প্রায় ৪০ হাজার প্রবাসী বাংলাদেশি রয়েছে। তাদের কোনো একটি ব্যাংককে আমাদের কোনো একটি ব্যাংকের করসপন্ডিং করে দিতে সম্মত হয়েছেন তারা। এতে এসব প্রবাসীরা সহজেই দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন বলেও জানান তিনি।

Share This Article