সোনার দাম ২০০০ ডলার ছাড়াল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৯, শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১০ অগ্রহায়ণ ১৪৩০

টানা ২ সপ্তাহ ধরেই স্বর্ণের দাম থাকল উর্ধ্বমুখী । সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ২০০০ ডলার ছাড়াল।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার পর্যন্ত টানা ২ সপ্তাহ দাম বাড়ল মূল্যবান ধাতুটির। সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ২০০০ ডলার ছাড়াল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শিগগিরই সুদের হার বৃদ্ধি চক্রের পরিসমাপ্তি টানতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এ প্রত্যাশায় ইউএস মুদ্রা ডলারের মান কমেছে। ফলে সোনার দাম বৃদ্ধি পেয়েছে।

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৯৯ ডলার ৮৮ সেন্টে। সবমিলিয়ে চলতি সপ্তাহে বেঞ্চমার্কটির মূল্য বেড়েছে  প্রায় ১ শতাংশ।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার দাম ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ২০০১ ডলার ২০ সেন্টে।

শিকাগোভিত্তিক বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ব্লু লাইন ফিউচার্সের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রেইবল বলেন, গত সপ্তাহে প্রকাশিত উপাত্তে দেখা গেছে মার্কিন মুলুকে মূল্যস্ফীতি কমেছে। ফলে কঠোর মুদ্রানীতি গ্রহণ থেকে সরে আসতে পারে ফেড। সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে তারা।

তিনি আরো বলেন, এ প্রেক্ষাপটে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের অবমূল্যায়ন ঘটছে। ২০২৪ সাল সোনার জন্য ইতিবাচক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

সূত্র: সিএনবিসি

Share This Article

রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান