সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি শুরু

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩৮, সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৩১ আশ্বিন ১৪৩০

প্রান্তিক খামারিদের ফিড থেকে শুরু করে সবকিছু কর্পোরেট প্রতিষ্ঠানগুলো থেকে কিনতে হয়। এ কারণেই তারা পোষাতে পারে না। গত বৃহস্পতিবার পোল্ট্রি অ্যাসোসিয়েশন জানাল তারা সরাসরি খামার থেকে ডিম এনে ১২ টাকায় বিক্রি করবে। এরই ধারাবাহিকতায় সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি কার্যক্রম শুরু হলো।

সরকারের নির্ধারিত দাম (প্রতি পিস ১২ টাকা) ডিম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সোমবার রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্বরে এই ট্রাকসেল (খোলা বাজারে) কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

ভোক্তা-অধিকারের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রমে সহায়তা করছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। ঢাকার ১৬ থেকে ২০টি পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

ভোক্তা-অধিকারের মহাপরিচালক বলেন, ডিমের বাজার ঠিক রাখতে আমরা প্রতিটি গ্রুপের সঙ্গে মিটিং করেছি। প্রান্তিক খামারিরা এখনো ৮০ শতাংশ ডিম উৎপাদন করেন। কর্পোরেট গ্রুপ কন্ট্যাক্ট ফার্মিংয়ের মাধ্যমে সারা দেশের ডিমের বাজার নিয়ন্ত্রণ করছিল।

তিনি আরো বলেন, গত বছর আইনানুগ ব্যবস্থা নেয়ার পর আমরা ধারণা করেছিলাম, এ বছর একটা সিস্টেমে চলবে। কিন্তু গত ৬ আগস্টের ১২ টাকার ডিম ৯ আগস্ট ১৫ টাকা হয়ে গেল। অর্থাৎ এ বছরও একইরকম কারসাজির নীলনকশা করা হয়েছিল। এরপর সারাদেশে ব্যাপকভাবে অভিযান করেছি। তখন আমরা সাড়ে ১২ টাকায় ডিমের দাম এনেছিলাম।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, প্রান্তিক খামারিদের ফিড থেকে শুরু করে সবকিছু কর্পোরেট প্রতিষ্ঠানগুলো থেকে কিনতে হয়। এ কারণেই তারা পোষাতে পারে না। গত বৃহস্পতিবার পোল্ট্রি অ্যাসোসিয়েশন জানাল তারা সরাসরি খামার থেকে ডিম এনে ১২ টাকায় বিক্রি করবে। এরই ধারাবাহিকতায় সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি কার্যক্রম শুরু হলো।

এ সময় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This Article

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর