ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩২, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩০

গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকার জের ধরে স্নাতক অনুষ্ঠান বাতিল করেছে একটি নেতৃস্থানীয় মার্কিন বিশ্ববিদ্যালয়।

বিবিসি জানিয়েছে, প্রতিষ্ঠানটির নাম ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি)। সম্প্রতি গাজা যুদ্ধ নিয়ে ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) ইভেন্টটি বাতিল করার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছে। যেহেতু ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ চলাকালে বিভিন্ন ক্যাম্পাস থেকে শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের চলে যেতে বাধ্য করতে পুলিশ ডেকেছে।

তবে কেউ কেউ এ নিয়ে আলোচনাও করছেন। গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হওয়ার পর তা শেষ করতে বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। আবার আটলান্টার এমরি ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার ২৮ জন বিক্ষোভকারীকে ক্যাম্পাস ছেড়ে যেতে বলা হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় পরে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ভিড় নিয়ন্ত্রণের অংশ হিসেবে তারা রাসায়নিক ব্যবহার করেছে। যদিও তাদের দাবি, কর্মকর্তাদের লক্ষ্য করে আক্রমণ করায় তারা এই প্রতিক্রিয়া জানিয়েছে। আটলান্টা পুলিশও রাসায়নিক ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের দাবি বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ছোড়া হয়নি।

Share This Article


গাজার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কথাও শুনছে না ইসরায়েল

বৈশ্বিক ঋণ রেকর্ড ৩১৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে: আইএমএফ

সুদানে ক্ষুধায় বহু মানুষ মারা যেতে পারে : জাতিসংঘ

যেভাবে ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় সাহায্য করছে চীন

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, শুধু যুক্তরাষ্ট্রেই গ্রেফতার ২৪০০

মার্কস পেতে যৌন সম্পর্কের প্রস্তাব, সেই শিক্ষিকাকে ১০ বছরের জেল

যুদ্ধবিধ্বস্ত সুদান: ‘ঘাস’ খাচ্ছে ক্ষুধার্ত মানুষ

‘ভারতীয় উপত্যকায়’ রাস্তা তৈরি করছে চীন, যা বলল নয়াদিল্লি

পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

ব্রাজিলে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৩৯

এবার ইসরাইলগামী সব জাহাজে হামলার হুমকি হুথির

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডের ঘটনায় ৩ ভারতীয় গ্রেফতার