হামাসের ‘বিনা বাক্যে’ যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া উচিত: যুক্তরাষ্ট্র

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫০, রবিবার, ৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিনা বাক্যে যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ‘বিনা বাক্য ব্যয়ে’ মেনে নেওয়াটাই হামাসের উচিত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ব্লিঙ্কেন বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের “প্রতিনিধিত্ব করতে চায়” ব্যাপারটা যদি এমন হয় তাহলে তো তাদের যুদ্ধবিরতির গ্রহণ না করার কোন যৌক্তিকতা নেই।

হামাস ঘোষণা দিয়েছে, মিসর ও কাতারের মধ্যস্থতায় দীর্ঘদিন ধরে চলা আলোচনা পুনরায় শুরু করার জন্য তাদের প্রতিনিধি দল কায়রোতে ফিরে আসবে। ইসরায়েলের জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় তাদের আক্রমণ সাময়িকভাবে বন্ধ করার বিষয়টিই আলোচনাতে আসবে।

ব্লিংকেন বলেন, “যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে তারা কি বলবে সেই অপেক্ষায় আমরা আছি। তিনি বলেন, ‘এই মুহূর্তে বাস্তবতা হলো গাজার জনগণ ও যুদ্ধবিরতির মাঝে একটামাত্রই নাম, সেটা হামাস।’

যুক্তরষ্ট্রের অ্যারিজোনায় ম্যাককেইন ইনস্টিটিউটের সেডোনা ফোরামের বক্তব্যে ব্লিঙ্কেন আরও বলেন, ‘আমরা সামনের দিনগুলোতে ভাল কিছুই আশা করছি ‘

হামাস ফিলিস্তিনি জনগণের ‘প্রতিনিধিত্ব' করতে চায় উল্লেখ করে ব্লিঙ্কেন বলেন, ‘যদি এটি সত্য হয়, তাহলে যুদ্ধবিরতি গ্রহণ করা তাদের এতো ভাববার কিছু নেই।’

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরাল করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭৪ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

Share This Article


মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে

২০২৩ সালে বৈশ্বিক বিদ্যুতের ৩০ শতাংশ এসেছে নবায়নযোগ্য উৎস থেকে

হামাসের সুড়ঙ্গ থেকে ৩ ‘জিম্মির’ মরদেহ উদ্ধার

গাজায় ইসরাইলি সেনা নিহত, ৩ জিম্মির মরদেহ উদ্ধার

সাড়ে ৩ বছরের চেষ্টায় মৃত্যুর অনুমতি পেলেন তরুণী

দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হামাস, ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

অক্ষতা মূর্তি ও ঋষি সুনাক।

সম্পদের পরিমাণ বেড়েছে ঋষি সুনাক দম্পতির

এবার ভারতের ২ ব্র্যান্ডের মসলা বিক্রি নিষিদ্ধ করল নেপাল

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ, শাস্তির মুখে কোম্পানি

ইসরাইলের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর, আহত ১৪

নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদের তালা আটকে অগ্নিসংযোগ, নিহত ১১