স্বয়ং আল্লাহ তাকে বাঁচিয়েছেন: ইন্সপেক্টর পবিত্র বিশ্বাস

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪৩, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩০

রাজধানীর যাত্রাবাড়ী চলন্ত রিকসা থেকে ছিটকে পড়লেন রিকসা চালক মনির হোসেন(৪৫)। ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক সহায়তায় বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেলেন রিকসা চালক।

সোমবার সকাল সাড়ে ৯ টার সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী মোড়ে পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাস জানান, আমিসহ ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য যাত্রাবাড়ী মোড়ে ডিউটি করছিলাম। এমন সময় একজন রিকসা চালক চলন্ত রিকসা থেকে রাস্তায় পড়ে যায়। এসময় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ট্রাফিক পুলিশ বক্সের সামনে নিয়ে মাথায় ও মুখমন্ডলে পানি দেই এবং পানি ও খাবার স্যালাইন খাওয়াই। দীর্ঘক্ষণ তাকে সেবা দেয়ার পর সুস্থ হয়ে উঠেন এবং স্বাভাবিক হন।

তিনি আরও জানান, রিকসা থেকে ছিটকে পড়ার পরপরই পেছনে চলন্ত বাস আসছিল। দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে সরিয়ে নেয়ার কারণে স্বয়ং আল্লাহ তাকে বাঁচিয়েছেন।

ইন্সপেক্টর পবিত্র বিশ্বাব জানান, তাপদাহের মধ্যে ট্রাফিক ওয়ারী বিভাগের আয়োজনে ৬ দিনব্যাপী পথচারী এবং অসহায় মানুষের বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম চলছে। তার সুফল হিসেবে এই অসুস্থ রিক্সাওয়ালাকে সুস্থ করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়েছে। 

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article