ভিডিও অ্যানালিস্ট হিসেবে মহসিনকে নিয়োগ দিলো বিসিবি

  বিনোদন ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০০, সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৯ বৈশাখ ১৪৩০

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের কয়েকটি কোচের পদ ফাঁকা ছিল। সেইসঙ্গে ফাঁকা ছিল ভিডিও অ্যানালিস্টও। এবার সেই পদে মহসিন শেখকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গেল নিউজিল্যান্ড সিরিজে মহসিনকে অন্তর্বর্তীকালীন হিসেবে নিয়েছিল বিসিবি। এবার পুরোপুরি নিয়োগ পেলেন এই ভিডিও অ্যানালিস্ট। মহসিনকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন মহসিন। জিম্বাবুয়ে সিরিজেই কাজ শুরু করবেন তিনি। জালাল ইউনুস বলেছেন, ‘মহসিনকে নিয়ে আমরা ইতিবাচক ছিলাম। এর আগেও আমাদের সঙ্গে কাজ করেছে। তাকে নিয়ে ভালো ফিডব্যাক দিয়েছে ক্রিকেটার, কোচিং স্টাফরা। আমরা তাই চেয়েছি তাকে কন্টিনিউ করাতে। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করা হয়েছে। জিম্বাবুয়ে সিরিজেই কাজ শুরু করবে।’

বাংলাদেশের আগে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের জাতীয় দলের হয়ে কাজ করেছিলেন মহসিন। এছাড়াও বিপিএল, পিএসএল, বিগ ব্যাশ এমনকি আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা আছে এই ভিডিও অ্যানালিস্টের।

 

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article