পাঁচ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতল ইন্টার মিলান

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৫০, মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩০

সমীকরণটা সহজ ছিল। মিলান ডার্বি জিতলেই লিগ শিরোপাও জেতা হয়ে যাবে ইন্টার মিলানের। চলতি মৌসুমের ফর্ম দেখে সকলেই একটা অনুমান করতে পেরেছিল এই মিলান ডার্বিতে কে জিতবে।

সোমবার (২২ এপ্রিল) সান সিরোতে মিলান ডার্বিতে ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মিলান। এই জয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই দুই মৌসুম পর লিগ শিরোপা ঘরে তুলল ইনজাঘির দল। ২০তম বারের মতো ইতালির মুকুট পড়ল ইন্টার মিলান।

সান সিরোতে সোমবার ম্যাচের ১৮ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন ফ্রান্সেসকো অ্যাসারবি। কর্নার থেকে আসা বল বেঞ্জামিন পাভার ফ্লিক ছয় গজ বক্সে পেয়ে তা হেডে লক্ষ্যভেদ করেন অ্যাসারবি। ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও প্রথমার্ধে পারেনি এসি মিলান।

দ্বিতীয়ার্ধে উল্টো ব্যবধান বাড়িয়ে নেয় ইন্টার। ম্যাচের ৪৯তম মিনিটে পাভারের লম্বা পাস পেয়ে মিলানের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে দারুণ এক গোল করেন মার্কাস থুরাম। দুই গোলে পিছিয়ে পড়া মিলানের আশা জাগে ৮০ মিনিটে ফিকায়ো তোমোরি গোল করলে। যদিও শেষ পর্যন্ত আর ইন্টারের রক্ষণ ভাঙতে পারেনি মিলান।

শেষ দিকে ইন্টারের ডেনজেল ড্রাম্ফ্রিস আর মিলানের থিও হার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দুই দলই পরিণত হয় দশ জনের দলে। ইন্টার অবশ্য রক্ষণ আগলে রেখেই জয় নিশ্চিত করে লিগ শিরোপা উদযাপনে মাতে।

Share This Article