দুই ক্লাবের আবদারে ফেডারেশন নমনীয়

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫৪, সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৯ বৈশাখ ১৪৩০

‘ফেডারেশন খেলার ডেট দেবে। সেই ডেটে খেলা হবে। এটাই নিয়ম। আর এখন দেখছি ফেডারেশন ডেট দিলেও ক্লাব বলছে খেলতে পারবে না। পরে খেলবে। সেটা মেনে নিচ্ছে ফেডারেশন।’

ফেডারেশন খেলার ডেট দেবে। সেই ডেটে খেলা হবে। এটাই নিয়ম। আর এখন দেখছি ফেডারেশন ডেট দিলেও ক্লাব বলছে খেলতে পারবে না। পরে খেলবে। সেটা মেনে নিচ্ছে ফেডারেশন—রফিকুল ইসলাম কামাল


মোহামেডানের এক ভুলে হকির শিরোপা আবাহনী এবং মেরিনারের চোখের সামনে ঘুরছে। কিন্তু শিরোপা নির্ধারণে এখনো দিন তারিখ চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন। গতকাল রোববার প্লে অব ম্যাচ হওয়ার কথা থাকলেও আবাহনী এবং মেরিনার খেলতে পারবে না বলে জানিয়ে দেয়। কারণ তাদের খেলোয়াড়রা বিমানবাহিনীর সঙ্গে ভারতে যাবে টুর্নামেন্ট খেলতে। ফেরার পর নতুন তারিখ ঘোষণা করা যাবে। আর এসব মেনে নমনীয় হয়েছে হকি ফেডারেশন।


দুই ক্লাবের কয়জন খেলোয়াড় বিমানবাহিনীর সঙ্গে যাবে? আবাহনীর কর্মকর্তা সাবেক তারকা খেলোয়াড় মাহবুবুল এহসান রানা জানিয়েছেন তাদের চার জন। মেরিনারের কোচ মামুন উর রশিদ জানিয়েছেন তাদের দুই জন। এই হিসাবে দুই দলের ছয় জন খেলোয়াড় না থাকায় দুই ক্লাব খেলবে না। আবাহনীর গোলরক্ষক বিপ্লব খুজুর, গোলরক্ষক সজীব, মেহেদী এবং জয়। মেরিনারের সবুজ এবং রোহিত। এই ছয় জন না থাকায় তারা খেলতে পারবে না। এই ছয় জনের বাইরে দলের কি আর কোনো খেলোয়াড় নেই? কার খেলোয়াড় নেই কার আছে সেটি দেখার দায়িত্বটা কি ফেডারেশনের।


তাহলে তো ফেডারেশনের কথায় মোহামেডানের যুক্তি সঠিক ছিল। আবাহনীর বিপক্ষে মোহামেডানের ১ জন খেলোয়াড়কে হলুদ কার্ড এবং ২ জনকে লালকার্ড দিয়েছেন আম্পায়ার। মোহামেডান বলেছিল ৩ জন নাই আমরা খেলব কীভাবে। এখন মেরিনারের দুই জন নেই তারা বলছে খেলতে পারবে না। সবুজ রোহিতের বাইরে কি দলে আর কোনো খেলোয়াড় নেই। আবাহনীর মাহবুবুল এহসান রানা বলেন, ‘আমরা খেলব। ফাহিম ভাই (আবাহনীর পরিচালক ফাহিম সিনহা) বলেছেন যুগ্মচ্যাম্পিয়ন চাই না। মাঠে খেলে রেজাল্ট যা হয় হবে।’ আবাহনীর চার খেলোয়াড়ের বাইরে আর কোনো খেলোয়াড় নেই? তাদেরকে নিয়ে কেন আবাহনী খেলতে পারছে না? রানা বললেন, ‘আমাদের দুই জন গোলরক্ষক চলে গেছেন, আমরা খেলব কীভাবে।’

সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল বলেন, ‘ফেডারেশন খেলার ডেট দেবে। সেই ডেটে খেলা হবে। এটাই নিয়ম। আর এখন দেখছি ফেডারেশন ডেট দিলেও ক্লাব বলছে খেলতে পারবে না। পরে খেলবে।

 

সেটা মেনে নিচ্ছে ফেডারেশন।’ তিনি বলেন, ‘কার খেলোয়াড় নেই, কার খেলোয়াড় আছে সেটা ফেডারেশনের দেখার বিষয় না। লিগের পরদিনই ফেডারেশন ডেট দেবে। খেলা হয়ে যাবে। ১৯ এপ্রিল মোহামেডান-আবাহনী ম্যাচ হয়েছে। আর ২০ এপ্রিল বিদেশি আম্পায়ারকে ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে। তার মানে কি, এটা আগেই নির্ধারিত। প্লে অব ম্যাচের কথা মাথাতেই রাখেনি ফেডারেশন।’

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article