বাবা-মায়ের ঝগড়া বন্ধ করাতে থানায় ৬ বছরের শিশু

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:২০, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩০
  • মা-বাবার রোজকার ঝগড়া থামাতে পুলিশের দারস্থ হলো ৬ বছরের ছোট্ট সিয়াম।
  • শিশু সিয়ামের কাকুতি মিনতিও বাবা-মায়ের ঝগড়া থামাতে পারে নি।
  • অবশেষে শিশু সিয়াম তার বাবা-মায়ের প্রতি অভিযোগ আনার পাশাপাশি এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য পুলিশের সহযোগিতা কামনা করে।

সন্তানের বেড়ে ওঠার জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা বাবা-মায়ের প্রধান দায়িত্বের মধ্যে একটি। কিন্তু বাবা-মা যখন সেই দায়িত্ব ভুলে তার উল্টোটা করেন তখন সেই সন্তানের ভবিষ্যত পড়ে যায় হুমকির মুখে। এবার মা-বাবার রোজকার ঝগড়া থামাতে পুলিশের দারস্থ হলো ৬ বছরের ছোট্ট সিয়াম।

বাবা-মায়ের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া হয়। ছয় বছরের শিশু সিয়ামের কাকুতি মিনতিও বাবা-মায়ের ঝগড়া থামাতে পারে না। এমনকি তার চোখের সামনেই মাদকাসক্ত বাবা প্রায়ই মাকে মারধর করেন।

এসব সহ্য করতে না পেরে অবশেষে থানায় হাজির হয়েছে ছোট্ট সিয়াম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে চেয়ারে বসিয়ে অভিযোগ শোনেন। এরপর পুলিশ সিয়ামের সঙ্গে বাড়িতে গিয়ে তার বাবা-মাকে কখনো ঝগড়া না করার অঙ্গীকার করায়।

ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রাতবাজার নামক এলাকায়। ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সিয়াম। রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে সরাইল থানায় উপস্থিত হয় সে। থানায় বসেই তার অভিযোগের কথা শোনে ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম। শিশু সিয়াম তার বাবা-মায়ের প্রতি অভিযোগ আনার পাশাপাশি এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য পুলিশের সহযোগিতা কামনা করে।

বিষয়টি সমাধানে উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান। ডেকে পাঠান তার বাবাকে। পরে সিয়ামের উপস্থিতিতে বাবা-মাকে আর ঝগড়া না করার অঙ্গীকার করানো হয়।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, দুপুরে হঠাৎ করেই শিশুটি থানায় এসে হাজির হয়। সে তার বাবা-মায়ের প্রতি বিরক্ত প্রকাশ করে ও নানা অভিযোগ করে। তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। সিয়ামের বাবা-মা জানিয়েছে তারা আর কখনো ঝগড়া করবে না। এতে সিয়ামও বেশ খুশি হয়েছে।

Share This Article


পেঁয়াজ আমদানি শুরু, কমবে দাম

নির্বাচনী সভার বিরিয়ানি মাদ্রাসায় দিলেন ম্যাজিস্ট্রেট

রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন

দিনাজপুরের বিরামপুরে গাছের শাখায় শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া ফুল।

কৃষ্ণচূড়ার টুকটুকে লাল ফুলে সেজেছে প্রকৃতি

ট্রাকচাপায় ৬ গরু ও রাখালের মৃত্যু

গ্রাহকের সঙ্গে প্রতারণা, সানভীস তনির শোরুম সিলগালা

চিকিৎসাধীন শিশু জিহাদকে মামার জিম্মায় দেওয়ার নির্দেশ

রাজশাহীর আম বাজারে আসছে ১৫ মে

মিল্টনের কেয়ার থেকে উদ্ধার সেলিম, পেটে অস্ত্রোপচারের দাগ!

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মালিকসহ আহত ২৫

দু’দিন পর দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ায় জৈব সারের বাণিজ্যিক উৎপাদন বেড়েছে