হাওরাঞ্চলে বোরোর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০৭, শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১৬ বৈশাখ ১৪২৯

হাওরাঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালি ধানে পরিপূর্ণ হয়ে উঠছে কৃষকদের গোলা। কৃষকের মলিন মুখে ফুটেছে হাসির ঝিলিক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর সারা দেশে ৫০ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, এরমধ্যে  হাওরে আবাদ হয়েছে চার লাখ ৫২ হাজার হেক্টর।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে, হাওরাঞ্চল দেশের এক তৃতীয়াংশ চাহিদার চালের জোগান দেয়। হাওরভুক্ত এলাকাগুলোতে প্রায় ৮৫ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে বাকি ধান কাটা সম্পন্ন হবে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে হার্ভেস্ট মেশিন ও রিপার যন্ত্রে ধান কাটা ও মাড়াই হয়েছে সহজে। কৃষকরা আধুনিক মেশিনের (কম্বাইন হারভেস্টার) মাধ্যমে তাড়াতাড়ি ধান কাটতে পেরেছে।

জানা যায়, চলতি বছর বোরো মৌসুমে সুনামগঞ্জের ১২টি উপজেলার ছোট বড় মিলিয়ে ১৪২টি হাওরে দুই লাখ ২২ হাজার ৭৯৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৬০ হাজার ৮৬০ হেক্টর, উচ্চ ফলনশীল এক লাখ ৬০ হাজার ৫৬৫ হেক্টর ও স্থানীয় এক হাজার ৩৭০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৯৫ হেক্টর বেশি। ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৫৩ হাজার মেট্রিক টন।

কৃষকরা জানান, এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। শ্রমিক সংকটে কৃষি বিভাগের উদ্যোগে কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) দেওয়া হয়েছে, যার ফলে সহজে ও দ্রুত সময়ে ধান কাটা সম্ভব হয়েছে।

Share This Article


ঈদযাত্রায় স্বস্তি আনতে ১৫ বছরে সরকারের যত উদ্যোগ

বৃদ্ধির পথে রিজার্ভ: বাড়ল ৫১ কোটি ডলার!

গ্রামীণ ফোনের ইনকামিং কল চার্জ বন্ধ করলেও বিদেশী বন্ধুদের দ্বারা সরকারকে থ্রেট দিয়েছিলেন ইউনুস!

পোশাকের নতুন বাজার: আওয়ামীলীগ সরকারের শাসনামলে ১০ গুণ বেড়েছে রপ্তানি!

পাহাড়ে ‘কেএনএফ’ সন্ত্রাসী গোষ্ঠী আসলে কারা?

বিশ্ব খাদ্য নিরাপত্তায় শঙ্কা: বাংলাদেশের অবস্থান কোথায়

প্রধানমন্ত্রীর মুখে গ্রামীন ফোন নিয়ে ধোঁকাবাজির গল্প!

কেমন আছে ইউনুসবিহীন গ্রামীন ব্যাংক?

ইউনূসের ক্ষুদ্র ঋণের ‘সাপ্তাহিক কিস্তি’ চক্র যখন ফাঁদ

ইজরাইলি ভাস্কর্য শিল্পী মিজ হেদভা সের স্বারক পুরস্কারকে কেন ইউনেস্কোর বলে চালালেন ইউনুস?

গ্রেফতার হবার আগেই যেভাবে স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু

ইউনূসের বিরুদ্ধে যত মামলা: কারা, কবে,কেন করেছে