আইপিএলের মাঝপথে থামতে হবে মুস্তাফিজকে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৮, সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ১১ চৈত্র ১৪৩০

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করে নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশি পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলের সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের হয়ে দ্যুতি ছড়িয়েছেন তিনি। আসর ও দলের প্রথম ম্যাচেই চার উইকেটে নিয়ে কোহলির ব্যাঙ্গালুরুর ব্যাটিং ইউনিটের একাই ধ্বস নামিয়ে হয়েছেন ম্যাচ সেরা।

 

এবারের আইপিএলে শুরুতেই ক্যারিয়ার সেরা বোলিং করেও পুরো সময় খেলা হচ্ছে না ফিজের। মূলত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ত সূচির কারণেই মাঝ পথে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে।

জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর মে মাস থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। মুস্তাফিজুরকে জিম্বাবুয়ের সিরিজের আগ পর্যন্তই অনাপত্তিপত্র (এনওসি) দেয়া হয়েছে। ফলে কাটার মাস্টারকে জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগেই দেশে ফিরতে হবে।

এদিকে আইপিএলের প্লে অফ অংশের খেলা শুরু হবে মে মাসের মাঝামাঝি থেকে আর বাংলাদেশের জিম্বাবুয়ের সিরিজের শেষ ম্যাচটি হবে ১২ মে। বর্তমান চ্যাম্পিয়নরা যদি প্লে অফে জায়গা করে নেয় তখন পুনরায় মুস্তাফিজের আইপিএলে যোগদানের সুযোগ থাকলেও বিসিবি থেকে ফের অনাপত্তিপত্র পাওয়ার সম্ভাবনা কম।

জানা গেছে, বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদের এনওসি দিতে খুব একটা আগ্রহী নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড—বিসিবি। ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নিতে নারাজ বোর্ড। বোর্ডের পরিকল্পনা বিশ্বকাপের আগে ক্রিকেটারদের বিশ্রামে রাখা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়া আগে বিসিবির পরিকল্পনা খেলোয়াড়দের ১০ দিন পূর্ণ বিশ্রাম দেয়া। তাই সুযোগ থাকার পরও মুস্তাফিজের আইপিএলে ফেরা কঠিন।

উল্লেখ্য, চলতি বছরের ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে।

Share This Article

গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের পদত্যাগ

রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী