বাংলাদেশ সিরিজে ভারতের শক্তিশালী দল ঘোষণা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:০৪, মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩০

বাংলাদেশ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমবারের মতো ভারতীয় নারী জাতীয় দলে ডাক পেলেন সাজানা সাজিভান ও সোবহানা আশা। ভারতীয় নারী দল তাদের নিয়েই বাংলাদেশে খেলতে আসবে।

সোমবার বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সফরের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে। আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসার কথা রয়েছে তাদের।

ভারত এই সিরিজে হারমানপ্রিত কৌরের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়েই আসবে। দলে ফিরেছেন দায়ালান হেমলাথা ও রাধা যাদব। পিঠের চোটে বাদ পড়েছেন জেমিমা রড্রিগেজ।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। ওই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই আইসিসির ভবিষ্যৎ সফরসূচির বাইরে এই পাঁচ ম্যাচ খেলতে আসবে ভারত।

২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি হবে। একই মাঠে পরের ম্যাচ ৩০ তারিখ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৬ মে। শেষ ম্যাচ আবার মূল মাঠে, ৯ মে। মূল মাঠের তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। অন্য দুই ম্যাচ শুরু দুপুর ২টায়।

ভারতের আট মাসের মধ্যে দ্বিতীয় বাংলাদেশ সফর হবে এটি। গত বছরের জুলাইয়ে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে গেছে তারা। ওয়ানডে সিরিজটি টাই হয়। টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে জেতে হারমানপ্রিতের দল।

ভারত স্কোয়াড: হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দায়ালান হেমলাথা, সাজানা সাজিভান, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রাধা যাদব, দিপ্তি শার্মা, পুজা ভাস্ত্রাকার, আমাঞ্জত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং, তিতাস সাধু।

Share This Article