পাঞ্জাবের থাবায় ধরাশয়ী গুজরাট

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৩২, শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ২২ চৈত্র ১৪৩১

 আহমেদাবাদে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে গুজরাট। জবাবে ৩ উইকেট ও ১ বল হাতে রেখে জয় তুলে নেয় পাঞ্জাব।

ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে পরাজিত গুজরাট টাইটান্স। বৃহস্পতিবার (৪ এপ্রিল) চলতি আসরে আহমেদাবাদে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে গুজরাট। জবাবে ৩ উইকেট ও ১ বল হাতে রেখে জয় তুলে নেয় পাঞ্জাব।

এদিন ঘরের মাঠে ব্যাটিংয়ে একক আধিপত্য দেখায় ওপেনিংয়ে নামা গুজরাটের অধিনায়ক শুভমান গিল৷ দলীয় ২৯ রানে আরেক ওপেনার ঋদ্ধিমান সাহাকে হারালেও আরেক প্রান্তে অনড় থাকেন গিল। এরপর সাই সুদর্শনের সাথে ৩২ বলে ৫৩ ও শেষ দিকে রাহুল তিওতিয়ার সাথে ১৪ বলে ৩৫ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহ ১৯৯ রানে নিয়ে যান শুভমান গিল৷

গুজরাটের হয়ে ৪৮ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন গিল৷ ৪টি ছয় ও ৬টি চারে ইনিংসটি সাজান গিল৷ সাই সুদর্শনের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩৩ ও শেষ দিকে মহামূল্যবান ৮ বলে ২৩ রানের ইনিংস খেলেন রাহুল তিওতিয়া৷

জবাবে উমেশ জাদবের আঘাতে দলীয় ১৩ রানেই অধিনায়ক শিখর ধাওয়ানকে হারায় পাঞ্জাব৷ দলীয় ৪৮ ও ৬৪ রানে জোড়া আঘাত হানেন গুজরাটের আফগান লেগ স্পিনার নূর আহমদ৷ ৭৪ রানে সাম কারানকে আউট করে পাঞ্জাব শিবিরে আবারও আঘাত হানেন আরেক আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই৷

দলীয় ৭৪ রানে ৪ উইকেট হারানো পাঞ্জাব শেষদিকে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটিং দৃঢ়তায় জয় ছিনিয়ে নেয়। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৬১ রানের ইনিংস খেলেন শশাঙ্ক সিং৷ আশুতোষ শর্মার ব্যাট থেকে আসে ১৭ বলের ৩১৷

গুজরাটের হয়ে এদিন বেশ খরুচে ছিলেন রাশিদ খান৷ ৪ ওভার হাত ঘুরিয়ে ৪০ রান খরচায় নেন ১ উইকেট। দলটির দুই পেসার উমেশ জাদব ৩ ওভারে ৩৫ রান খরচায় ১ উইকেট ও মোহিত শর্মা ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন ১ উইকেট৷

সংক্ষিপ্ত স্কোর:

গুজরাট টাইটান্স: ১৯৯/৪ (২০ ওভার)

পাঞ্জাব কিংস: ২০০/৭ (১৯.৫ ওভার)

ফলাফল: পাঞ্জাব কিংস ৩ উইকেটে জয়ী

Share This Article