রাফির সিনেমার নায়িকা তানজিকা আমিন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১৪, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ২৩ মাঘ ১৪৩০

তুফান সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটছে নির্মাতা রায়হান রাফির। শাকিব খানকে নিয়ে তুফান নির্মাণ শেষ হলেই নতুন সিনেমার বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলবেন এ পরিচালক। এর ফাঁকে নতুন সিনেমার কাজ গুছিয়ে নিচ্ছেন তিনি। যার চিত্রনাট্য তৈরি হচ্ছে। এদিকে সিনেমাপাড়ায় শোরগোল, রাফির নতুন সেই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী তানজিকা আমিনকে।

 তানজিকা আমিন বলেন, ‘অনেকেই ‘তুফান’ সিনেমার সঙ্গে আমার নাম জুড়ে দিচ্ছেন। কিন্তু আমি এই সিনেমাটি করছি না। রাফির সঙ্গে আমার অন্য একটি সিনেমা নিয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে। মার্চ মাসে সেটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। 

কিন্তু এখনো যেহেতু ‘তুফান’ সিনেমার শুটিং শেষ হয়নি তাই আমাদের সিনেমার শুটিং সম্ভবত জুলাইয়ে শুরু হতে পারে।’ নতুন এই সিনেমাতে তানজিকার নায়ক কে থাকছেন, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘নায়ক এখনো চূড়ান্ত হয়নি। তবে চমক থাকছে।’

ক্যারিয়ারে সুসময় পার করছেন তানজিকা আমিন। গেল বছরে ‘মহানগর ২’ সিরিজ দিয়ে নতুন করে প্রত্যাবর্তন ঘটে বিরতিতে যাওয়া এই জনপ্রিয় অভিনেত্রীর। এরপর একাধারে বেশ ব্যস্ত সময় পার করছেন ওটিটিতে। বলা যায়, দম ফেলার ফুরসৎ পাচ্ছেন না তিনি।

চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এটি নির্মিত হয়েছে সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে। পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে তানজিকার বিপরীতে দেখা যাবে অভিনেতা ইমতিয়াজ বর্ষণকে। ‘অমীমাংসিত’ সিনেমা দিয়েই তানজিকার অভিনয় ও কাজের প্রতি মুগ্ধতা শুরু পরিচালক রাফির। তাই ওয়েব ফিল্মের পর নিজের সিনেমাতেও অভিনেত্রীকে ভাবছেন তিনি।

বিষয়ঃ তারকা মুভি

Share This Article

গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের পদত্যাগ

রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী