দেশ-বিদেশের মানুষ বলিউড বলতে শাহরুখ খানকে চেনেন। শুধু তা-ই নয়, বুদ্ধিমত্তা এবং স্বভাবের গুণে বিশ্বের বহু শিল্পীই শাহরুখের সঙ্গে স্বেচ্ছায় বন্ধুত্ব পাতিয়েছেন। ‘পাঠান’ মুক্তির পর যখন দেশবাসী ‘বাদশা’কে মাথায় তুলে নাচছেন, ‘দ্য অ্যালকেমিস্ট’-এর লেখক পাওলো কোয়েলহোও কলম ধরলেন শাহরুখকে নিয়ে।