গত বুধবার দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৯ জন মারা গেছেন, যা বিগত ৫ বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে আরও ১ হাজার ৭৯২ জন হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চলতি বছরে কয়েক মাসেই গত বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪৬ জন মারা গেলেন। গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকেই যাচ্ছে। তবে বিগত বছরের তুলনায় আক্রান্তের হার তুলনামূলক অনেক কম হবার পরও মৃত্যুর সর্বাধিক হার ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আর আক্রান্তের সংখ্যার সাথে মৃত্যু হার বাড়তে থাকলে ডেঙ্গু পরিস্থিতি আরও ঘনীভূত হবে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর।