শাহিনকে নেতৃত্ব থেকে সরালে ভুল হবে: শ্বশুর আফ্রিদি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:১৮, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আপনি যদি অধিনায়ক বদলান, তা হলে হয় তাকে নিয়োগ দিয়ে ভুল করেছেন, নয়তো এখন পরিবর্তন করে ভুল করছেন।’ 

নেতৃত্ব হারানোর শঙ্কায় রয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্ট অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রেসিডেন্ট মহসিন নাকভির ইঙ্গিত— টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে গ্রিন ক্যাপরা পেতে পারে নতুন অধিনায়ক। পিসিবির এ সম্ভাব্য সিদ্ধান্তকে ভুল বলে আক্ষা দিয়েছেন শাহিনের শ্বশুর এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর বাবর আজমের কাছ থেকে পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া হয়। এর পর টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয় শাহিন শাহ আফ্রিদিকে। এই পেসারের নেতৃত্বে একটি সিরিজই খেলেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজ গ্রিন ক্যাপরা হারে ৪-১ ব্যবধানে। 

শাহিন আফ্রিদির নেতৃত্ব হারানোর গুঞ্জনের মধ্যে শহিদ আফ্রিদি বললেন, ‘কাউকে অধিনায়কত্ব দিলে তাকে সময়ও দেওয়া দরকার। আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে— বোর্ডে পরিবর্তন এলে দলের পরিচালনায়ও বদল আসে। যে আসে, সে ভাবে— আমি যাই করছি, পাকিস্তান ক্রিকেটের জন্য ভালোই করছি।’ 

শহিদ আফ্রিদি বলেন, ‘আপনি যদি অধিনায়ক বদলান, তা হলে হয় তাকে নিয়োগ দিয়ে ভুল করেছেন, নয়তো এখন পরিবর্তন করে ভুল করছেন।’ 

শহিদ আফ্রিদি গত ডিসেম্বরেই শাহিন আফ্রিদিকে অধিনায়ক বানানো ঠিক হয়নি বলে মন্তব্য করেছিলেন। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে শহিদ আফ্রিদি বলেছিলেন— ‘আমি রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে চাই।

কিন্তু ভুলবশত শাহিনকে অধিনায়ক করা হয়েছে। কঠোর পরিশ্রম ও খেলার প্রতি মনোযোগের কারণে আমি রিজওয়ানের প্রশংসা করি। কে কী করল না করল, সেসবে ওর আগ্রহ নেই। ওর সবচেয়ে ভালো গুণ হলো— খেলার প্রতি মনোযোগী হওয়া।’ 

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের নেতৃত্বে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে পিসিবির নতুন সভাপতি মহসিন নাকভি বলেন, ‘আমিও জানি না, কে অধিনায়ক হবে। শাহিন চালিয়ে যাবে, নাকি নতুন একজন আসবে, সেটি ফিটনেস ক্যাম্পের পর ঠিক করা হবে।’

বিষয়ঃ পাকিস্তান

Share This Article

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর