বিশ্বকাপের আগে রিয়াদকে নিয়ে সাকিবের মন্তব্যের জবাব দিলেন তামিম

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৪২, মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ২৭ ফাল্গুন ১৪৩০

ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের আগের একাধিক সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রামে রেখেছিল বিসিবি। সে সময় দেশের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সাকিব অভিজ্ঞ রিয়াদের বিশ্রাম তথা বাদ পড়া নিয়েও মন্তব্য করেছিলেন। সাকিবের সেই মন্তব্যের জবাব দিয়েছেন সদ্য বিপিএলের শিরোপা জেতা তামিম ইকবাল।

বিশ্বকাপের আগে দেয়া সেই সাক্ষাৎকারে রিয়াদ ইস্যুতে সাকিব বলেছিলেন, ‘যে খেলোয়াড় দলের জন্য অবদান রাখছে তাকে কখনো বাদ দেয়নি। সিম্পল একটা উদাহরণ দিই, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ছিলেন না, হঠাৎ করে বিশ্বকাপ দলে আসলেন। ওনার যে নিবেদন, দলের প্রতি দায়বদ্ধতা, ইচ্ছা ছিল, সবাই দেখেছে সবকিছু। পার্থক্য আছে।’

‘রিয়াদ ভাই হঠাৎ করে বিশ্বকাপ দলে আসলেন’, সাকিবের এমন মন্তব্যের জবাব দিয়েছেন তামিম। মঙ্গলবার (১২ মার্চ) প্রকাশিত এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘একজন বলেছে যে রিয়াদ ভাই কখন বাদ পড়েছে। সেই একই মানুষ একই ইন্টারভিউতে বলেছে হঠাৎ করে দেখি রিয়াদ ভাই এসে গেছে। এটা সম্মানজনক নয়। একজন লোক দেশের হয়ে ১৬ বছর খেলেছে, তাকে নূন্যতম মূল্যায়ন করা উচিত। আপনি যদি সম্মান প্রত্যাশা করেন তাহলে আপনারও উচিত সতীর্থদের সম্মান করা।’

হাথুরুসিংহে দায়িত্বে থাকলে দলে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমার দলে ফেরাটা কঠিন হবে (হাথুরুসিংহে দায়িত্বে থাকলে)। যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে হয়ে যেতো তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ 

Share This Article