২০২৭ বিশ্বকাপে কি সরাসরি সুযোগ পাবে বাংলাদেশ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫০, বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ১৭ কার্তিক ১৪৩০

প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশ রঙিন উৎসব করেছিল। ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয় দেশের ক্রিকেট ইতিহাসের এক নতুন যুগের সূচনা করে। এরপর ১৯৯৯ সালের বিশ্বকাপ খেলা। পুরো দেশের মানুষের মনে ভিন্ন রকমের এক পুলক ছিল। বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম শোনা যাবে। লাল-সবুজের পতাকা উড়বে। জাতীয় সংগীত বাজবে। এ সুখানুভূতি ছিল বাংলাদেশের সবার মনে। এরপর একে একে সাতটি বিশ্বকাপে অংশগ্রহণ করল বাংলাদেশ। মাঝেমধ্যে দু-একটি জয়ে দর্শককে আনন্দে মাতিয়ে তুললেও বড় ধরনের কোনো অর্জন নেই। ভারতে চলমান বিশ্বকাপকে এরই মধ্যে সাকিব ‘সবচেয়ে বাজে’ বলে আখ্যা দিয়েছেন। সাত ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে দলের অবস্থান ৯ নম্বরে। সেমিফাইনাল খেলা তো হচ্ছেই না, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাও অনিশ্চিত। সামনের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারালেই কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠাঁই হতে পারে টাইগারদের।

 

টানা ব্যর্থতায় বাংলাদেশের অনেকের মনেই এখন প্রশ্ন জেগেছে, সামনের বিশ্বকাপে দল থাকবে কি? চার বছর পর ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে ১৪ নম্বর ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। সে বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপ খেলবে। ২০২৭ সালের ৩১ মার্চ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে দক্ষিণ আফ্রিকা থাকলে ৯ নম্বর দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। এ ছাড়া বাছাই পর্ব খেলে চারটি দল চূড়ান্ত পর্বে অংশ নেবে। বাংলাদেশ কি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৯-এর ভিতরে থাকতে পারবে? টাইগাররা বর্তমানে ৮ নম্বরে আছে। তবে নিচ থেকে চোখ রাঙানি দিচ্ছে আফগানিস্তান। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডও আছে এ তালিকায়। শ্রীলঙ্কার অবস্থাও বেশ নড়বড়ে। র‌্যাঙ্কিংয়ে তারাও ৯-এর ভিতরে থাকতে পারবে কি না বলা কঠিন। সে ক্ষেত্রে বাংলাদেশকে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাছাই পর্বে খেলতে হবে। কঠিন সেই পর্বটা পাড়ি দিয়ে চূড়ান্ত পর্যায়ে খেলতে পারবে কি বাংলাদেশ? চার বছর পর দলে পঞ্চপা-বের কেউই আর থাকছেন না। মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব সবাই চলে যাচ্ছেন। নানা কারণেই শঙ্কা জাগছে ক্রিকেটপ্রেমীদের মনে, আগামী বিশ্বকাপে থাকবে তো বাংলাদেশ?

Share This Article