মার্চ মাসের তুলনায় এপ্রিলে মূল্যস্ফীতি কমেছে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৩০, বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ২১ বৈশাখ ১৪৩০

মার্চ মাসের তুলনায় এপ্রিলে দেশের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চলতি বছরের এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। তবে মার্চে এ হার ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ।

বুধবার (৩ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিবিএসের তথ্যমতে, গত ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ। এ হার জানুয়ারিতে ৮ দশমিক ৫৭ শতাংশ ছিল। তার আগে গত আগস্টে মূল্যস্ফীতি ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে উঠে গিয়েছিল। 

তবে এরপর থেকেই কমতির দিকে ছিল দেশের মূল্যস্ফীতি। যদিও ফেব্রুয়ারি ও মার্চে দেশে মূল্যস্ফীতির হার বেড়েছে। 

সেপ্টেম্বরে তা কিছুটা কমে হয় ৯ দশমিক ১০ শতাংশ। অক্টোবরেও মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৯১ শতাংশে নামে। নভেম্বরে আরও কমে সামগ্রিক মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ৮৫ শতাংশে।

২০২২ সালের শেষ মাস ডিসেম্বরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ।

এদিকে মার্চের তুলনায় এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৪ শতাংশে। যা মার্চে ছিল ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি এপ্রিলে মার্চের মতোই রয়েছে। এপ্রিলে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৭২ শতাংশ।

এপ্রিলে শহরের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ আর গ্রামে ৮ দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ গ্রামের তুলনায় শহরের মানুষ মূল্যস্ফীতির চাপে বেশি ভুগছেন। শহরে এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতির হার ৯ দশমিক ১০ শতাংশ ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৯৬ শতাংশ। গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৭৮ শতাংশ এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৩ শতাংশ। 

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, বিএনপি দেখে না: কাদের

মার্কিন চাপ নয়, যুদ্ধ পুরোপুরি বন্ধ হলেই জিম্মি মুক্তি দেবে হামাস