২০ দিনে প্রবাসী আয় সাড়ে ১৪ হাজার কোটি টাকা!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:২৪, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১০ মাঘ ১৪২৯

দেশে চলমান তীব্র ডলার সংকটের মধ্যে আশার আলো দেখাচ্ছে প্রবাসী আয়। চলতি মাস জানুয়ারির প্রথম ২০ দিনে প্রবাসীরা ১৩১ কোটি ৫২ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ৭২ কোটি ৬৪ লাখ টাকা। ২০ দিনের হিসাবে এ আয় প্রতিদিন গড়ে এসেছে ৬ কোটি ৫৮ লাখ ডলার। 
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, এই ডলারের মধ্যে প্রবাসীরা সবচেয়ে বেশি পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে, যা ১০৯ কোটি ৯৯ লাখ ডলারের রেমিট্যান্স। অন্যদিকে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৯১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকে তিন কোটি ৫০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ ডলার।

২০২২ সালের ডিসেম্বরে বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ১৭০ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন, যা ছিল চার মাসের মধ্যে সবচেয়ে বেশি। সেপ্টেম্বরে এসেছিল ১৫৪ কোটি ডলার। অক্টোবর ও নভেম্বরে এসেছিল যথাক্রমে ১৫২ কোটি ৫৫ লাখ ও ১৫৯ কোটি ৫২ লাখ ডলার।

এই চার মাসে প্রতিদিন গড়ে ৬ কোটি ডলারের কম রেমিট্যান্স এসেছিল। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে অবশ্য ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল।

নতুন বছরের প্রথম মাসের ২০ দিনে যে হারে রেমিট্যান্স এসেছে, মাসের বাকি ১১ দিনে সেই হারে এলে জানুয়ারিতে রেমিট্যান্সের পরিমাণ জুলাই ও আগস্ট মাসের মতো ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, বিএনপি দেখে না: কাদের