মোস্তাফিজকে রেখে দিল দিল্লি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫২, মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৩০ কার্তিক ১৪২৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রেখে দেয়া ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশের শেষ দিন ১৫ নভেম্বর। এদিন সাড়ে ৫টার মধ্যে তালিকা চূড়ান্ত করার নিয়ম বেঁধে দিয়েছিল আইপিএলের আয়োজকরা।

 

এরই মধ্যে আইপিএলের আগামী আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে রয়েছে অজি পেসার প্যাট কামিন্স। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার কারণে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।

খেলবেন না ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার স্যাম বিলিংসও। তিনি লঙ্গার ভার্সন ক্রিকেটে সময় দিতে এই বিলিয়ন ডলার লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ড।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলেছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। তিনিও নিজের নাম সরিয়ে নিয়েছেন আইপিএল থেকে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেম কলকাতা নাইট রাইডার্স বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছে অধিনায়ক কেন উইলিয়ামসন ও ক্যারিবীয় তারকা নিকোলাস পুরানকে। এদিকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। সেই সঙ্গে আছেন ডেভিড ওয়ার্নারও।

সানরাইজার্স হায়দরাবাদ-

রিটেইন-  আব্দুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মার্কো জেনসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তিক তিয়াগি, ভুবনেশ্বর কুমার, থাঙ্গারাসু নাটারাজন, উমরান মালিক।

রিলিজ- কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, জাগদেশা সুচিথ, প্রিয়ম গার্গ, রবি কুমার সামার্থ, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, শন এবোট, শশাঙ্ক সিং, শ্রেয়াস গোপাল, সুশান্থ মিশ্র, বিষ্ণু বিনোদ।

দিল্লি ক্যাপিটালস-

রিটেইন- মুস্তাফিজুর রহমান, ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ইয়াস ধুল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, এনরিক নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদীপ যাদব, প্রবিন দুবে, ভিকি ওস্তওয়াল।

রিলিজ- শার্দুল ঠাকুক, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত, মানদীপ সিং।

কিংস ইলেভেন পাঞ্জাব-

রিটেইন- শাহরুখ খান, জনি বেয়ারস্টো, শিখর ধাওয়ান

রিলিজ- মায়াঙ্ক আগারওয়াল, প্রেরাগ মানকাড, ঋত্বিক চক্রবর্তী, ইশান পোরেল, ভৈভব আরোরা, বেনি হাওয়েল, সন্দ্বীপ শর্মা, ওডেন স্মিথ।

কলকাতা নাইট রাইডার্স-

রিলিজ- স্যাম বিলিং, প্যাট কামিন্স, অ্যালেক্স হেলস, আমান খান, শিভম মাভি, মোহাম্মদ নবি।

রাজস্থান রয়্যালস-

রিটেইন- সাঞ্জু স্যামসন, ইয়াসভি জায়সাওয়াল, শিমরন হেটমায়ার, দেবদূত পাডিকাল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট, ওবেড ম্যাকয়, নবদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, রবীচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহাল, কেসি কারিয়াপ্পা।

রিলিজ- রাসি ভ্যান ডার ডাসেন, ড্যারিল মিচেল, অনুনয় সিং, করবিন বস, জিমি নিশাম, অরুণ নায়ার, নাথান কোল্টারনাইল, শুভম গারওয়াল, তেজাস বারোকা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-

রিটেইন- ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্ডু হাসারাঙ্গা, জস হ্যাজেলউড, ফিন অ্যালেন, ডেভিড উইলি।

গুজরাট টাইটান্স-

রিটেইন- হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, শাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, বিজয় শঙ্কর, মোহাম্মদ শামি, আলজারি জোসেফ, ইয়াশ দয়াল, প্রদীপ সংওয়ান, দর্শন নালকান্ডে, জয়ন্ত যাদব, শাই কিশোর, নূর আহমেদ।

রিলিজ- জেসন রয়, রহমানউল্লাহ গুরবাজ, লকি ফার্গুসন, ডমেনিক ড্রেক্স, গুরকিরাত সিং, ভরুণ অরুণ।

মুম্বাই ইন্ডিয়ান্স-

রিটেইন- রোহিত শর্মা, টিম ডেভিড, রমন দ্বীপ সিং, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান, কিস্টিয়ান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, জফরা আর্চার, জসপ্রিত বুমরাহ, অর্জুন টেন্ডুলকার, আরশাদ খান, কুমার কার্তিকেয়া, ঋত্বিক শোকেন, জেসন বেহেনড্রফ, আকাশ মাদওয়াল।

রিলিজ- কাইরন পোলার্ড, আনলপ্রীত সিং, আরিয়ান জুয়াল, বাসিল থাম্পি, ড্যানিয়েল স্যামস, ফ্যাবিয়েন অ্যালেন, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্দে, মুরগান অশ্বিন, রাহুল বুদ্ধি, রাইলি মেরেডিথ, সঞ্জয় যাদব, টাইমাল মিলস।

চেন্নাই সুপার কিংস-

রিটেইন- মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, আম্বাতি রাইডু, শুভ্রানসু সেনাপতি, মঈন আলী, শিভব দুবে, রাজবর্ধন হাঙ্গারেকার, ডোয়াইট প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, সিমারজিত সিং, দীপক চাহার, প্রশান্ত সোলাঙ্কি, মাহিশ থিকশানা।

রিলিজ- ডোয়াইন ব্রাভো, রবিন উথাপ্পা, অ্যাডাম মিলনে, হরি নিশান্থ, ক্রিস জর্ডান, ভগত ভার্মা, কেএম আসিফ, নারায়ন জগদিশান।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-

রিটেইন- লোকেশ রাহুল, আয়ুস বাদনি, কর্ন শর্মা, মানান বোহরা, কুইন্টন ডি কক, মার্কাস স্টইনিস, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুদা, কাইল মেয়ার্স, ক্রুনাল পান্ডিয়া, আভেষ খান, মহসিন খান, মার্ক উড, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণই।

Share This Article