যে রেকর্ড গড়ল ইংল্যান্ড

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২৬, রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১১ পৌষ ১৪২৮

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বোলারদের তোপের সফরকারী ইংল্যান্ডের বেহাল দশা। বক্সিং ডে টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ম্যাচের দ্বিতীয় ওভারেই হারায় ওপেনার হাসিব হামিদকে। সেই সঙ্গে হয়ে যায় অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড!

 চলমান অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ড এমন এক রেকর্ড গড়েছে যা জো রুটের দলকে হয়তো এক বিন্দু স্বস্তি দিবে না। কারণ এই ম্যাচেই যে চলতি বছর ৫০তম ডাকের দেখা পেয়েছে ইংলিশরা।

 এ বছর ইংল্যান্ডের ব্যাটাররা এ নিয়ে ৫০ বার শূন্য রানে আউট হয়েছেন, অর্থাৎ ডাকের শিকার হয়েছেন।

এক বছরে কোনো দলের সবচেয়ে বেশি ডাকের রেকর্ডে এটি দ্বিতীয় স্থানে আছে। প্রথম স্থানে থাকা রেকর্ডটিও ইংল্যান্ডের। ১৯৯৮ সালে ইংল্যান্ডের ব্যাটাররা ৫৪ বার ডাকের শিকার হয়েছিলেন। অ্যাশেজ বাঁচানোর পাশাপাশি ইংল্যান্ডের ব্যাটাররা এই ম্যাচে নিশ্চয়ই সেই রেকর্ড না ভাঙার জন্য প্রাণপণে লড়বেন!

ডাকের রেকর্ডে তৃতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০০ সালে দলটির ৪৪ জন ব্যাটার ডাকের শিকার হন। ১৯৯৯ সালে ৪০ ডাক নিয়ে অস্ট্রেলিয়া আছে তালিকার চারে। ২০১৮ সালে ভারতের ব্যাটাররা ৩৯ বার ডাকের শিকার হয়েছিলেন, তালিকায় যা পঞ্চম।

২০০২ সালে ৩৫ বার ডাক দেখেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। সার্বিক বিচারে যা অষ্টম।

একনজরে বছরে সবচেয়ে বেশি ডাকের শীর্ষ পাঁচ

১. ৫৪ - ইংল্যান্ড (১৯৯৮)
২. ৫০ - ইংল্যান্ড (২০২১)*
৩. ৪৪ - ওয়েস্ট ইন্ডিজ (২০০০)
৪. ৪০ - অস্ট্রেলিয়া (১৯৯৯)
৫. ৩৯ - ভারত (২০১৮)

Share This Article