কসমেটিকস পণ্য উৎপাদনের হাব হচ্ছে বাংলাদেশ!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৫১, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ২৯ ভাদ্র ১৪২৯

বাংলাদেশের কসমেটিকস ইন্ডাস্ট্রিতে সূচিত হলো এক নতুন অধ্যায়। উন্নতমানের কসমেটিকস পণ্য উৎপাদনের আন্তর্জাতিক নেটওয়ার্কে প্রবেশ করেছে বাংলাদেশ।

 

দেশে উৎপাদিত কসমেটিকস পণ্য এখন ইউরোপ-আমেরিকায় রপ্তানি হবে পাশাপাশি অন্যান্য উন্নত দেশে তৈরি কসমেটিকস পণ্য বাংলাদেশি ক্রেতাদের জন্য নিয়ে আসছে রিমার্ক।

একইসঙ্গে আমেরিকার সর্বোত্তম প্রযুক্তিতে বাংলাদেশেও কসমেটিকস পণ্য উৎপাদন ও তা বিশ্বের অন্যান্য দেশে বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে রিমার্ক।

এ লক্ষে মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রতিষ্ঠা করা হয়েছে অত্যাধুনিক ইন্ডাষ্ট্রি। ফলে, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় উন্নতমানের কসমেটিকস পণ্য উৎপাদনের আন্তর্জাতিক হাব।  

সংশ্লিষ্টরা বলছেন, ‌‌‘‘এই প্রক্রিয়ার ফলে এখন থেকে ভেজালমুক্ত ও নকলমুক্ত উন্নত মানের কসমেটিকস ব্যবহার করতে পারবে বাংলাদেশের ভোক্তারা। প্রসাধনী ব্যবহারে ভোক্তাদের মাঝে এখন আর নকলের ভীতি থাকবে না।’’

Share This Article