টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তানজিম সাকিব

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:২৯, সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ২১ কার্তিক ১৪৩০

বিশ্বকাপে ৩৮তম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

আজ সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার মোস্তাফিজুর রহমানের বদলে জায়গা পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আর লংকান একাদশে দিমুথ করুনারত্ন ও হেমান্থার পরিবর্তে ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা এসেছেন।

বিশ্বকাপে টানা ৬ ম্যাচ হেরে এরইমধ্যে ছিটকে গেছে বাংলাদেশ। অথচ আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই আসর শুরু করেছিল টাইগাররা। বাংলাদেশের হাতে এখনো দুটি ম্যাচ আছে। বিশ্বকাপ না হলেও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে এই ম্যাচ দুটি সাকিব আল হাসানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে শ্রীলংকা ৭ ম্যাচ খেলে ২টিতে জয় ও ৫টিতে হেরেছে। লংকানদের এখনও সেমিফাইনালের আশা টিকে রয়েছে। তবে তা খুবই ক্ষীণ।

Share This Article