রেমিট্যান্স আনার অনুমতি পেল মোবাইল ব্যাংকিং

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২১, মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১৪ অগ্রহায়ণ ১৪২৯

বিকাশ, রকেট ও উপায়ের মতো মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি প্রবাসী আয় বা রেমিট্যান্স আনার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২৯ নভেম্বর  বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের জারিকৃত এক সার্কুলারের মাধ্যমে এ অনুমতি দেওয়া হয়েছে।

 

 

সার্কুলারে বলা হয়েছে, এতোদিন বিদেশি কোনও ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এনে ওই অর্থ গ্রাহকের মনোনীত ব্যক্তির কাছে পৌঁছে দিত। এখন এমএফএস প্রতিষ্ঠানগুলো সরাসরি প্রবাসী আয় পাঠাতে পারবে।

এ জন্য লাইসেন্স প্রাপ্ত মোবাইল সার্ভিস প্রোভাইডাররা বিদেশস্থ অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ব্যাংক, ডিজিটাল ওয়ালেট, কার্ড স্কিম ও অ্যাগ্রিগেটর পেমেন্ট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। সহযোগী প্রতিষ্ঠানের হিসাবে বৈদেশিক মুদ্রা জমা হবে, যা প্রবাসীর মোবাইল ফাইনান্সিয়াল হিসাবে টাকায় জমা হবে। 

অন্যদিকে, মোবাইল ফাইনান্সিংয়ের মাধ্যমে অর্থ পাঠাতে বিদেশে কর্মরত প্রবাসীদের যথাযথ ই-কেওয়াইসি পরিপালন করে দেশের মোবাইল ব্যাংকিং বা এমএফএসে হিসাব খুলতে হবে। এ টাকা লেনদেনে দেশীয় ব্যাংক মোবাইল সার্ভিস প্রোভাইডারদের সেটেলমেন্ট অ্যাকাউন্ট সুবিধা দেবে। ব্যাংকের বিদেশি নস্ট্রো হিসাবে অর্থ জমার পর ওই অর্থের সমপরিমাণ টাকা সেটেলমেন্ট হিসাবে জমা হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।

মোবাইল ফাইনান্সিংয়ে এ ধরনের অর্থ লেনদেনের সুবিধা এতোদিন দেশের মধ্যে সিমাবদ্ধ থাকায় বিদেশে থেকে দ্রুত অর্থ পাঠাতে অবৈধ পন্থার আশ্রয় নিতেন অনেক প্রবাসী। এর ফলে মানি লন্ডারিং হতো। হুন্ডির ঘটনাও ঘটতো। তবে বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারের ফলে নিঃসন্দেহে হুন্ডির দৌরাত্ম কমে গিয়ে রেমিট্যান্স বৃদ্ধি পাবে। সেই সাথে দেশে বিদ্যমান ডলারে সংকট কাটবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Share This Article


আইএমএফের ঋণ: তৃতীয় কিস্তির জন্য ৯ শর্ত পূরণ বাংলাদেশের!

আইএমএফের ঋণের বাকি অর্থ ছাড়ে বাধা নেই: গভর্নর

রেমিট্যান্সে শীর্ষে ঢাকা, তারপর চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা

‘অভিজ্ঞতার আলোকে ব্যাংক একীভূতকরণে নতুন প্রস্তাব গ্রহণ করা হবে’

প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, এরপর চট্টগ্রাম সিলেট কুমিল্লা 

ব্রাজিলে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ

কোরবানিতে ব্রাজিল থেকে গরু পাঠানোর অনুরোধ বাণিজ্য প্রতিমন্ত্রীর

দক্ষিণ আমেরিকায় বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে সাহায্য করবে ব্রাজিল

এবার একীভূত হচ্ছে সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক

ঈদের আগে আরেক দফা বাড়লো সোনার দাম

বৃদ্ধির পথে রিজার্ভ: বাড়ল ৫১ কোটি ডলার!

ঈদ ঘিরে জমজমাট ভৈরবের জুতাশিল্প, ২০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা