যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীন-ভিয়েতনামকে পেছনে ফেললো বাংলাদেশ!
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০২:১০, রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১১ পৌষ ১৪২৮

ফাইল ফটো
চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) যুক্তরাষ্ট্রে ৫.৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত বছর অর্থাৎ ২০২০ সালের একই সময়ের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।
একই সময়ে দেশটিতে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ক্ষেত্রে চীন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান 'দ্য অফিস অফ টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল' -ওটেক্স প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে ।
ওটেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে যুক্তরাষ্ট্র পোশাক আমদানি করেছে ৬৬.৯১ বিলিয়ন ডলারের, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি।
এ সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের রপ্তানি বৃদ্ধির হার ছিল ২৫ শতাংশ, ভিয়েতনামের প্রায় ১৪ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ছিল ১০ শতাংশের কিছু বেশি।
বিষয়ঃ
গার্মেন্টস
বাংলাদেশ