সুযোগ না পাওয়া সেই বিশ্ববিদ্যালয়ে 'মধ্যমণি' হয়ে উঠলেন ফারিয়া

  বিনোদন ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১৫, সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৪ আশ্বিন ১৪২৯
নুসরাত ফারিয়া

দশ বছর আগের ঘটনা। নুসরাত ফারিয়া তখন চিত্রনায়িকা হয়ে উঠেননি। ইন্টারমিডিয়েট শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছেন। চেষ্টা করছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির। কিন্তু চান্স হয়নি তার। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়ায় ফারিয়া পড়াশুনাই ছেড়ে দেন। চার-পাঁচ বছরের গ্যাপ দিয়ে অবশ্য পড়ে গ্রাজুয়েশন করেন।

সেই ফারিয়া এখন চিত্রনায়িকা, ঢাকার ছবির জনপ্রিয় নায়িকা। নিয়মিত অভিনয় করছেন কলকাতার ছবিতে। দেশ-বিদেশে তার ভক্তের ছড়াছড়ি।  

যে বিশ্ববিদ্যালয়ে ১০ বছর আগে ভর্তির সুযোগ হয়নি সেই বিশ্ববিদ্যালয়ে ফারিয়া চিত্রনায়িকা হয়ে পা রাখলেন। জানান দিলেন, বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেলেও জীবন তাঁর থেমে থাকেনি। নিজের মতো করে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। 

জাবি ক্যাম্পাসে যাওয়ার পর শিক্ষার্থীদের কাছে মধ্যমণি হয়ে উঠলেন এই নায়িকা। তার সঙ্গে সেলফি তুলতে ছুটে এলেন শিক্ষার্থীরা। গাইলেন তার সঙ্গে, নাচলেনও মঞ্চে। 

রোববার ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার প্রচারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান ফারিয়া। বিশ্ববিদ্যালয়টির ফিল্ম বিষয়ক গ্রুপের তদারকিতে সেখানে যায় ছবির টিম। উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়ার বিষয়টি শেয়ার করেন ফারিয়া। তিনি বলেন, ‘দশ বছর আগে এখানে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, চান্স পাইনি। তারপর আমি ইউনিভার্সিটিতেই পড়িনি। আমার লক্ষ্য ছিল, ভালো কোনো জায়গায় চান্স না পেলে পড়াশোনাই করব না। এরপর চার-পাঁচ বছর গ্যাপ নিয়েছি। একটা সময় ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি করেছি। কিন্তু পড়াশোনা শেষ করেছি। আমি ভীষণ খুশি, কারণ এই বিশ্ববিদ্যালয় (জাহাঙ্গীরনগর) যেকোনো কারণেই হোক আমার জীবনের একটি অংশ।’

সবাইকে ‘অপারশেন সুন্দরবন’ সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘এটি আমার ২০তম সিনেমা। কিন্তু মনে হচ্ছে প্রথম সিনেমা। এত থ্রিল আর এক্সাইটমেন্ট যে ভাষায় প্রকাশ করতে পারব না। এই ছবির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। চার বছর কষ্ট করেছি এর জন্য। বাবা-মায়ের সঙ্গে কথা বলিনি, কারও সঙ্গে যোগাযোগ ছিল না, বনে-জঙ্গলে শুটিং করেছি। তখন কিছু খেতে চাইলেও সেটার জন্য দুদিন অপেক্ষা করতে হয়েছে। সুতরাং সবার কাছে অনুরোধ, পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখতে যাবেন।’

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।  আগামী ২৩ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক প্রমুখ।

বিষয়ঃ তারকা

Share This Article


হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল, জেলে যেতে পারেন পরী

মার্কিন মডেল কেলসির সঙ্গে শাকিব খানের রসায়ন

আমার ছেলে ঈদের নামাজ পরার জন্য মুখিয়ে আছে: অপু বিশ্বাস

চুমুকাণ্ড: সেই নিপুণের দলে যোগ দেয়া নিয়ে মুখ খুললেন পীরজাদা হারুন

যে কারণে সিনেমা থেকে দূরে আছেন ববিতা

চয়নিকা-বুবলীকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য পরীমনির

নুসরাতকে খোঁচা দিয়ে মিমির প্রশংসায় পঞ্চমুখ অঙ্কুশ

মাহির ছেলের জন্মদিনে পরীমনির শুভেচ্ছা

ভোটার তালিকায় নাম নেই অনেকের, ব্যক্তি আক্রোশ না অন্য কিছু?

১৯ এপ্রিলই হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

শাকিবের ‘রাজকুমার’-এর ফার্স্ট লুক প্রকাশ

শাকিবের জন্মদিনে বুর্জ খলিফায় ‘রাজকুমার’ প্রচারে খরচ কত কোটি