নুসরাতকে খোঁচা দিয়ে মিমির প্রশংসায় পঞ্চমুখ অঙ্কুশ

  বিনোদন ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২২, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

'কেউ কেউ আছেন যারা সৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসেন। আবার কেউ কেউ আছেন যারা কিচ্ছু বোঝেন না। কিছু না। খালি একটা অলটারনেটিভ ক্যারিয়ারের জন্য চলে যায়।’

অঙ্কুশ হাজরা এখন দারুণ ব্যস্ত তার আগামী ছবি মির্জার প্রচার নিয়ে। এটা তার প্রথম প্রযোজিত ছবি। আর সেই ছবির প্রচারে গিয়েই এবার অভিনেতা লোকসভা নির্বাচনসহ রাজনীতি ও নুসরাত জাহানকে নিয়ে কথা বলেছেন। 

এদিন সাংবাদিক তাকে যখন লোকসভা নির্বাচন এবং টালিউড থেকে যারা প্রার্থী হন তাদের প্রসঙ্গ তোলেন, তখন অঙ্কুশ সাফ জানিয়ে দেন, 'অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা স্টেজে উঠে খালি কাই কাই করে চ্যাঁচান। বলেন একে চাপকাবো, ওকে চাপকাবো। কিন্তু কাজে নবডঙ্কা। এরা পলিটিক্সের কিছু জানে না।' 

এর পরই যখন ফের সোজাসুজিভাবে নুসরাত জাহানের নাম করেন, তখন অভিনেতা বলেন, 'ভালো ইন্টারভিউ দিচ্ছি, আবার এসব নাম কেন? থাক না।' 

এখান থেকেই বেশ বোঝা যায় যে অঙ্কুশ হাজরা তার একসময়ের সহকর্মীর ওপর বেজায় চটে আছেন।

এদিন রাজনীতি নিয়ে অঙ্কুশ বলেন, 'কেউ কেউ আছেন যারা সৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসেন। আবার কেউ কেউ আছেন যারা কিচ্ছু বোঝেন না। কিছু না। খালি একটা অলটারনেটিভ ক্যারিয়ারের জন্য চলে যায়। আমি তো এদের অনেককেই বলেছি— যে ইন্ডাস্ট্রি থেকে এসেছো, সেখানেই মাটি শক্ত হলো না; এর মধ্যে আবার অন্য পেশা। আমাদের পেশায় তো আর টাকা কম নয়, তাও যে কেন করে!'

সবাই জানেন মিমি চক্রবর্তী অঙ্কুশ হাজরার খুবই ঘনিষ্ঠ বন্ধু। মিমিও একটা সময় প্রত্যক্ষভাবে রাজনীতি করেছেন। যাদবপুর থেকে এমপি হয়েছিলেন, তবে এবার আর ভোটে লড়ছেন না। 

তাকে নিয়ে অঙ্কুশ এদিন বলেন, 'ও খুব সৎ, যা বলার মুখের ওপর বলে।'

Share This Article

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর