ভোটার তালিকায় নাম নেই অনেকের, ব্যক্তি আক্রোশ না অন্য কিছু?

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৬, বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১৩ চৈত্র ১৪৩০

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা। ৫৬৭ জনের এ তালিকায় নাম নেই তানিন সুবাহ, শ্রাবণ শাহ, বেবি, রিয়াসহ মোট সাতজনের।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ মার্চ। আসন্ন নির্বাচন ঘিরে প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা। ৫৬৭ জনের এ তালিকায় নাম নেই তানিন সুবাহ, শ্রাবণ শাহ, বেবি, রিয়াসহ মোট সাতজনের।

ঠিক কী কারণে বাদ দেয়া হয়েছে এই সাত শিল্পীকে, তার সঠিক কারণ জানেন না তারা। তবে এসব শিল্পীদের কিছু বক্তব্য ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতামত থেকে উঠে এসেছে নেপথ্যের কিছু ঘটনা।

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সম্প্রতি বর্তমান কমিটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তানিন সুবাহ। তানিন সুবাহর ভাষ্য ছিল ‘কিছুই হয়নি। আগে-পরে আমরা এফডিসিতে যেতাম সবার সঙ্গে কথা হত। যাওয়ার মতো পরিবেশ নেই। যখনই যাই শিল্পী সমিতি তালা মারা থাকে।’

তা ছাড়া শিল্পী সমিতির কাছে সহযোগিতা চেয়েও পাননি সুবাহ। বর্তমান শিল্পী সমিতির কর্মকাণ্ড নিয়ে এসব মন্তব্যই তার জন্য কাল হয়েছে কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেতা শ্রাবণকে। এমন অভিযোগ করেন শ্রাবণ নিজেই। শ্রাবণ শাহ বলেন, ‘গতকাল আমি নিপুণ আপুকে জিজ্ঞেস করলাম আমার সদস্যপদ কেন বাতিল করা হলো, উনি তখন একটা স্ট্যাটাসের স্ক্রিনশট দেখালেন। এই স্ক্রিনশট ছিল, আমার ফেসবুকের একটি স্ট্যাটাস।’

ফেসবুকে কী লেখেছিলেন শ্রাবণ? তা জানিয়ে তিনি বলেন, ‘মূলত রত্না আপা (চিত্রনায়িকা রত্না) আর আমি মিলে মজা করে আলাপ করছিলাম। রত্না আপা ফেসবুকে লেখেন, দুইজন এত ঝামেলায় না জড়িয়ে, একজন সভাপতি আরেকজন সাধারণ সম্পাদক হয়ে যাক। দ্বন্দ্বের অবসান হোক। আমি রত্না আপার কথার সূত্রেই লিখেছিলাম, সভাপতি পদে কাউকে না পাওয়া গেলে শেষে জায়েদ খানকে সভাপতি করে প্যানেল ঘোষণা দিয়ে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার প্রস্তুতি চলছে না তো? এটাই আমি স্ট্যাটাস আকারে দিয়েছিলাম। নিপুণ আপু এটা দেখিয়ে আমাকে বললেন, এই স্ট্যাটাসের কারণে তোমার সদস্য পদ বাতিল করা হয়েছে।’

শ্রাবণ মনে করেন ব্যক্তিগত আক্রোশ থেকে সদস্যপদ বাদ দেওয়া হয়েছে। তার ভাষায়, ‘এই সামান্য কারণে সদস্যপদ কেন স্থগিত করা হবে। আমি গত ১৯ তারিখে সমস্ত চাঁদা পরিশোধ করেছি। আমি বুঝতে পারছি না শিল্পী সমিতিতে এসব কী চলছে? ব্যক্তি আক্রোশ কেন ঝাড়া হচ্ছে বুঝতে পারছি না।’

এবার স্বতন্ত্র থেকে শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন শ্রাবণ। এটাও একটা কারণ হতে পারে বলে মনে করেন এই অভিনয়শিল্পী।

 

Share This Article

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর