গতকাল পর্যন্তও ক্রিকেট দুনিয়া তাকে চিনত না। অখ্যাত সেই হেনরিয়েট ইশিমুয়েই ৪ বলের ভেল্কি দেখিয়ে হয়ে গেলেন বিখ্যাত। গড়েছেন ৪ বলে ৪ উইকেট নেওয়ার অবিশ্বাস্য কীর্তি। গতকাল দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে অবিস্মরণীয় এই কীর্তি গড়েছেন রুয়ান্ডার পেসার হেনরিয়েট ইশিমুয়ে। তার দল রুয়ান্ডাও পেয়েছে অবিস্মরণীয় জয়। জিম্বাবুয়েকে হারিয়েছে ৩৯ রানে। রুয়ান্ডার ১১৯/৮-এর জবাবে জিম্বাবুয়ে অলআউট ৮০ রানে। ক্রিকেটের কোনো বিশ্বকাপে এটাই রুয়ান্ডার প্রথম জয়।