‘পথের পাঁচালী’র সেই ‘দুর্গা’ ভালো আছেন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২৮, শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ২ চৈত্র ১৪৩০

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র কালজয়ী চরিত্র ‘দুর্গা’র কথা মনে আছে নিশ্চই! প্রাণোচ্ছ্বল হাসির সেই অভিনেত্রীর আসল নাম উমা দাশগুপ্ত। 

শুক্রবার হঠাৎই খবর রটে যায় ‘পথের পাঁচালী’র সেই ‘দুর্গা’ অর্থাৎ উমা দাশগুপ্ত নাকি প্রয়াত। খবর ছড়াতেই সিনেমা পাড়ায় শোরগোল পড়ে যায়। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর অভিনেত্রী উমা দাশগুপ্ত সুস্থ রয়েছেন, ভালো আছেন। 

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ি, শুক্রবার ‘পথের পাঁচালী’র অভিনেত্রী উমা দাশগুপ্তের মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়। উমা ভালো আছেন, সুস্থ আছেন বলেই জানা যাচ্ছে।

যদিও বর্তমানে গ্ল্যামার দুনিয়ার লাইম লাইট থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী উমা দাশগুপ্ত।

উমা দাশগুপ্ত ছোট থেকেই থিয়েটার করতেন। জানা যায়,  তিনি যে স্কুলে পড়তেন, সেই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। সেই সূত্রেই ‘পথের পাঁচালী’ ছবির জন্য উমা দাশগুপ্তকে আবিষ্কার করেছিলেন মানিকবাবু (সত্যজিৎ রায়)। 

তবে উমার বাবা কোনওভাবেই চাননি যে তার মেয়ে অভিনয় দুনিয়ায় আসুক। তবে পরিচালকই তার বাড়ির লোকজনকে রাজি করান।

পরবর্তীতে যখন ‘পথের পাঁচালী’ তৈরি হল, তখন পর্দায় দুর্গার মৃত্যু শুধু অপুর মনেই গভীরভাবে দাগ কেটেছিল এমনটা নয়, দর্শকরাও নিজেদের অজান্তেই অঝোরে কেঁদেছিলেন। 

বিষয়ঃ তারকা

Share This Article