নোয়াখালীর পুকুরে মিলল ইলিশ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩৮, শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১ ফাল্গুন ১৪৩০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি পুকুরে পাওয়া গেল প্রায় ৮৫০ গ্রাম ওজনের ইলিশ মাছ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূমিহীন বাজারের মিঠা পানির একটি পুকুরে ইলিশটি পাওয়া যায়।

পুকুরের মালিকের ছেলে মোহাম্মদ আবু নাছের সজিব বলেন, ‘পুকুর সেঁচে মাছ ধরার জন্য পানি কমানোর পর জাল ফেলা হয়েছিল। জালে অন্য মাছের সঙ্গে ইলিশ দেখে আমরা প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে ভালোভাবে দেখে নিশ্চিত হয়েছি এটি ইলিশ মাছ। নদী থেকে এনে কোরাল মাছের পোনা ছাড়া হয়েছিল পুকুরে। পোনা মাছের সঙ্গে ইলিশ মাছটি পুকুরে এসেছে বলেই ধারনা আমাদের।’

স্থানীয় বাসিন্দা হামিদ রনি বলেন, ‘উপকূলীয় উপজেলা হিসেবে আগেও জীবন্ত ইলিশ দেখেছি। তবে পুকুরের মিঠা পানিতে এই প্রথম ইলিশ দেখলাম।’

কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার বলেন, ‘মাছটি ইলিশ মাছই। গবেষণায় দেখা গেছে স্বাদু পানিতে ইলিশ মাছ কম বাড়লেও একটা সময় পর্যন্ত বেঁচে থাকে। নদীর তীরবর্তী উপজেলায় অন্য মাছের সঙ্গে এসব মাছ পুকুরে আসতে পারে।’

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article