এবার হাতের লেখাও নকল করবে এআই

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৪২, বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৩ মাঘ ১৪৩০

আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)কে দিয়ে ভয়েস ক্লোন ও ডিপফেক ভিডিও তৈরির পর এবার হাতের লেখা নকল করানোর প্রযুক্তিও চলে এসেছে। 

যেকোনো ব্যক্তির হাতের লেখার স্টাইল নকল করে লিখতে পরবে এআই। এর জন্য নমুনা হিসেবে সেই ব্যক্তির হাতে লেখার কয়েকটি লাইন (অনুচ্ছেদ) এআইকে দিতে হবে।

এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এমবিজেডইউএআই) গবেষকরা এআই টুলটি তৈরি করেছেন।

এআই সিস্টেমটি তৈরিতে তারা এমন ধরনের নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করেছেন, যা প্রেক্ষাপট ও সিকোয়েন্সিয়াল ডাটার অর্থ বুঝতে পারে। এআই টুলটি তারা এখনো উন্মুক্ত করেননি।

বিশ্ববিদ্যালয়টির দুই গবেষক বলেন, ‘হাতে আঘাতপ্রাপ্ত হলেও লেখালেখি থামবে না। কলম না চালিয়েও লেখা যাবে। বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য টুলটি বেশ কাজে লাগবে। আবার এই টুল অসৎ কাজে ব্যবহারেরও আশঙ্কা রয়েছে। ফলে ভেবে-চিন্তে উন্মুক্ত করতে হবে।’

এর আগেও বিভিন্ন অ্যাপ ও রোবট দিয়ে হাতে লেখানো কনটেন্ট তৈরি করা গেছে। তবে এআই টুলের ব্যবহার বিষয়টিকে আরও সহজ ও নির্ঝঞ্ঝাট করে তুলবে। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই এআই টুলটি উন্মুক্ত করতে পারেন গবেষকরা।

উল্লেখ্য, এমবিজেডইউএআই বিশ্বের প্রথম এআই বিশ্ববিদ্যালয়। ২০১৯ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে এআই, কম্পিউটার ভিশন, মেশিন লার্নিং ও নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং পড়ানো হয়।

Share This Article

ভুটানকে বিবিআইএনএ-তে চায় বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে ব্রাজিলের ভিসা

রাজধানীর চার এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি: ডিএমপি কমিশনার

স্যাটেলাইট ব্যবহারে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-মরিশাসের আলোচনা

বাংলাদেশের উন্নতি দেখে আমাদের লজ্জা হয়: পাক প্রধানমন্ত্রী

সরকারি সুবিধাভোগী নির্বাচনের প্রচারে নামলে প্রার্থীতা বাতিল: ইসি রাশেদা

পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করতে চাই: নরেন্দ্র মোদি

গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের পদত্যাগ

রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন