১৩ বছর পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন খালাস ৮

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:০৯, সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯

খুলনা নগরীর শামসুর রহমান রোডে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় দীর্ঘ তের বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু পলাতক রয়েছেন।

 

হত্যা মামলা থেকে বেকুসর খালাস দেওয়া হয়েছে আটজনকে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ২০১০ সালে ১০ জুন সন্ধ্যায় শামসুর রহমান সড়কে জাহাঙ্গীর হোসেনকে (২৯) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা ইলিয়াস হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। কিন্তু দীর্ঘদিন বাদী ও সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায় বিচারকার্য বিলম্বিত হয়। পরে আদালত সমন জারি করে বাদী ও সাক্ষীদের আদালতে হাজির করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ বলেন, গ্রেফতার হওয়ার পর আসামি রনি ওরফে বাবু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কিন্তু পরবর্তীতে উচ্চ আদালতের জামিন নিয়ে তিনি পালিয়ে যান। মামলার তদন্ত কর্মকর্তা ২০১১ সালে ৫ জুলাই ৯ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ২৬ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষ্য প্রদান করেন।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


নাটোরের লালপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

বৃষ্টির জন্য খুলনায় ইসতিসকার নামাজ আদায়

বৃষ্টির জন্য বিভিন্ন স্থানে নামাজ আদায়

কক্সবাজারে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

হাসপাতালে বেড়েছে গরমের রোগী

সাঁতার শিখতে গিয়ে পদ্মায় প্রাণ গেল ২ জনের

চট্টগ্রামে ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৭

নারায়ণগঞ্জে বাসচাপায় বাবা-ছেলে নিহত, আহত মা

চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে

স্থানীয় নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই: ইসি আলমগীর

পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

নাফ নদ দিয়ে বাংলাদেশে ঢুকল মিয়ানমারের ১৩ বিজিপি সদস্য