বাংলা থেকে দেশ-দেশান্তরে: ভাষার প্রতি শ্রদ্ধার স্বীকৃতি এলো যে পথে

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও শফিউররা। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য এত রক্ত আর কোন জাতি দেয়নি। এই ত্যাগ যেন বৃথা না যায় কখনও, সবাই যেন ভাষার প্রতি শ্রদ্ধাশীল হয়, এ জন্য বিশ্ব দরবারে বাংলা ভাষাকে দেওয়া হয়েছিলো স্বীকৃতি। এর হাত ধরে বর্তমানে ইউনেস্কোভুক্ত ১৮৮টি দেশ একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেব পালন করে আসছে।