মুক্তিযোদ্ধাদের কাছে আমরা চিরঋণী: রুশনারা আলী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২০, শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ৩ পৌষ ১৪২৮
রুশনারা আলী
রুশনারা আলী

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ রাজনীতিবিদ রুশনারা আলী। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে এ কথা বলেন।

 

তিনি বলেন, বাংলাদেশের বিজয় দিবসের ৫০তম বার্ষিকী উদযাপনে গতকাল বৃহস্পতিবার একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এই সুবর্ণজয়ন্তীতে আমরা তাদের সবাইকে স্মরণ করি, যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের স্বাধীনতার জন্য চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন। আমরা তাদের কাছে চিরঋণী।

রুশনারা আলী একজন ব্রিটিশ লেবার পার্টির নেতা এবং বর্তমানে তিনি ইয়ং ফাউন্ডেশনের সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। একই সঙ্গে ২০১০ সাল থেকে বেথনাল গ্রিন এ্যান্ড বাউয়ের সাংসদ তিনি। ২০১৪ সালে লেবার পার্টি থেকে তিনি পদত্যাগ করেন।

বাংলাদেশি বংশোদ্ভুত এ ব্রিটিশ রাজনীতিক ১৯৭৫ সালের ১৪ মার্চ জন্মগ্রহণ করেন।

Share This Article