ঢাবির শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কনসার্টে গাইবেন জেমস

করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ ছিল কনসার্ট। বর্তমানে করোনা পরিস্থিতি বেশ স্বাভাবিক হওয়ায় কনসার্ট আয়োজনের অনুমতি দিচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় কনসার্টে ফিরছেন শিল্পীরা। ফিরেছেন নগরবাউল খ্যাত গুরু জেমস।
আজ রোববার (১২ ডিসেম্বর) থেকেই বিভিন্ন কনসার্টে পাওয়া যাবে তাকে। শিল্পীর ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর জানান, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে থাকবেন জেমস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ‘ডিইউ১০০ কনসার্ট’-এ গাইবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্ট শুরু হওয়ার কথা রয়েছে বিকেল সাড়ে ৩টায়। ১৫ ডিসেম্বর জেমসকে পাওয়া যাবে গুলশান ক্লাবে।
১৬ ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসে জেমস ঢাকাতেই থাকবেন। তবে কোথায় কোথায় তাকে পাওয়া যাবে, তা নিশ্চিত করেননি রবিন ঠাকুর।
১৮ অথবা ১৯ তারিখের যেকোনো একদিন জেমস থাকবেন প্যারেড গ্রাউন্ডে। বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর জেমস থাকবেন চট্টগ্রামে। সেখানে র্যাডিসন ব্লুতে গাইবেন তিনি।
নিয়মিত স্টেজ শো ছাড়াও সর্বশেষ এই শিল্পীকে ২০১৭ সালে ‘সত্ত্বা’ ছবিতে গাইতে দেখা যায়। এই ছবির ‘তোর প্রেমেতে অন্ধ আমি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং সেই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে।