অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ম্যানইউকে রুখে দিলো ব্রেন্টফোর্ড

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪৬, রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ১৭ চৈত্র ১৪৩০

ব্রেনফোর্ডের ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় শঙ্কায় পড়ে ম্যানইউ।

নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি কেউ। এরপর অতিরিক্ত সময়ের ৬ মিনিটে প্রথম গোল করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বদলি খেলোয়াড় ম্যাসন মাউন্ট। ৩ মিনিট পরই এই গোল শোধ করে দেয় ব্রেন্টফোর্ডের ক্রিস্টোফার অ্যাজার।

নাটকীয় এই ম্যাচ ১-১ গোলে ড্র করে ম্যানইউর কাছ থেকে পয়েন্ট আদায় করে নেয় ব্রেন্টফোর্ড।

গতকাল শনিবার রাতে ব্রেনফোর্ডের ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় শঙ্কায় পড়ে ম্যানইউ।

২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের ষষ্ঠস্থানে আছে ম্যানইউ। তাদের থেকে ৮ পয়েন্ট বেশি নিয়ে পঞ্চমস্থানে টটেনহাম হ্স্টপার। আর চতুর্থস্থানে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ম্যানইউ থেকে ১১ বেশি।

পয়েন্ট বেশি হওয়ার কারণে অ্যাস্টন ভিলা ও টটেমহামকে টপকে উপরে ওঠা ম্যানইউর জন্য অনেকটাই কঠিন।

গতকালের এই ম্যাচে প্রথমার্ধে দাপট দেখিয়ে খেলেছে ব্রেন্টফোর্ড। বেশকিছু সুযোগও তৈরি করেছিল তারা। তবে সফল হতে পারেনি স্বাগতিকরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে উন্নতি দেখা যায় ম্যানইউর। এই অর্ধে কিছু সুযোগ তৈরি করেছিল এরিক টেন হ্যাগের শিষ্যরা। তবে গোল পায়নি রেড ডেভিলরা। অবশেষে খেলার সমাপ্তি হয় অতিরিক্ত সময়ের নাটকীয়তায়।

Share This Article