সকল সয়াবিন তেল বোতলজাত ও প্যাকেটজাত করা হবে : ভোক্তার মহাপরিচালক

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৩, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশের সকল সয়াবিন তেল বোতলজাত ও প্যাকেটজাত করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে পঞ্চগড় বাজার তদারকি করে গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান তিনি।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘গরমকালে সব পাম তেল সয়াবিন তেল বলে বিক্রি করা হয়। ড্রামের তেলের কোনো ট্রাস্টেবিলিটি নেই।

এটি কোনো কম্পানি থেকে এসেছে? কি তেল? কবে এসেছে? মেয়াদ শেষ কবে? এরকম কোনো তথ্য নেই। আমরা অনেক খোলা সয়াবিন তেলে ভিটামিন এ পাইনি। তাই সমস্ত সয়াবিন তেল বোতলজাত ও প্যাকেটজাত করা হবে। এটি ছোট ছোট প্যাকেটও করা যাবে।

দাম কিছুটা বাড়লেও মানুষ নিরাপদ থাকবে। এ ছাড়া তারা পাম তেলকে সয়াবিন বলে বিক্রি করতে পারবে না। আমরা তাদের ধরতে পারব।’

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যখন একটি দুটি জায়গায় রমজানের শুরুতে বেগুনের কেজি ১০০ টাকা হয়ে যায়।

তখন ওই নিউজটা বাাজরে নেতিবাচক প্রভাব ফেলে। এক জায়গায় যদি ১০০ টাকা দরে বিক্রি হয় অন্য জায়গায় যদি ৫০ টাকা দরে বিক্রি হয় সেটিও আপনারা তুলে ধরুন। যখন বেশি দরের নিউজ প্রকাশ হয় তখন যেসব পণ্য কম দাম রয়েছে সেগুলোও দাম বাড়িয়ে দেওয়া হয়। তখন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।’ তাই কম দরে জিনিসপত্র বিক্রির নিউজও তুলে ধরার অনুরোধ করেন তিনি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘সেমাই যেভাবে যে পরিবেশে তৈরি হয় তা খাওয়ার অযোগ্য। আমরা এরই মধ্যে অভিযান শুরু করেছি। আমাদের মূল কাজ মানুষকে সচেতন করা। পঞ্চগড়সহ ১৭টি জেলায় আমাদের কর্মকর্তা নেই। তাই আমাকে এডজাস্ট করতে হচ্ছে। আমাদের কর্মকর্তারা ঈদের ছুটি বাদ দিয়ে শুক্র-শনিবারও কাজ করছে। সকলের সহযোগিতা পেলে আমরা একটি সুন্দর বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারব।’

এর আগে তিনি পঞ্চগড় বাজারের ফলহাটি, মেডিসিন রোড, মাংস হাটি ও কাঁচা বাজার তদারকি করেন। এ সময় অনেক ব্যবসায়ী তাদের ক্রয় বিক্রয়ের রশিদ দেখাতে পারেননি। ফার্মেসিতেও প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেনি অনেকে। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খোলা ভোজ্য তেল বিক্রির প্রমাণও পান তিনি। এসব বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করেন তিনি। একই সাথে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Share This Article

সরকারি সুবিধাভোগী নির্বাচনের প্রচারে নামলে প্রার্থীতা বাতিল: ইসি রাশেদা

পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করতে চাই: নরেন্দ্র মোদি

গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের পদত্যাগ

রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস


রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট

থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

থাইল্যান্ডের রাজা-রানির রাজকীয় অতিথি শেখ হাসিনা

ওমরাহ পালন নিয়ে সুখবর দিল সৌদি আরব

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, সাগরে ভাসছেন ১২ নাবিক

এক দিনের ব্যবধা‌নে আবারও কম‌লো সোনার দাম

দেশকে এগিয়ে নিতে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য : স্থানীয় সরকারমন্ত্রী

উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

যে কোন মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে : সিইসি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

২০২৮ সালে বিশ্ব অর্থনীতিতে ১৯তম হবে বাংলাদেশ