টাইমস স্কয়ারে বাংলাদেশি শিল্পীর ছবি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৫৭, বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ২৬ শ্রাবণ ১৪৩০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারকে বলা হয় বিশ্ব বিনোদনের অন্যতম কেন্দ্র। পৃথিবীর কেন্দ্রস্থল’খ্যাত টাইমস স্কয়ারে কোনো সিনেমা কিংবা গানের প্রচারণা মানে সেটা বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে যাওয়া।

কিছুদিন আগে, সেখানে প্রদর্শিত হয় ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার। এবার সেখানে ভেসে উঠল, নয়া দামান’খ্যাত বাংলাদেশি-মার্কিন সংগীতশিল্পী মুজার ছবি। এ শিল্পীর ছবির ওপরে লেখা, ‘স্পটিফাই, দেশি হিটস।’ আর ছবির নিচে লেখা ‘মুজা।’

এ অর্জনে দারুণ উচ্ছ্বসিত মুজা। তার ভাষ্য, ‘আম্মু-আব্বু সিলেট থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন। বাংলাকে ভালোবাসতে তারা আমাকে বড় করেছেন। এখন তারা নিউইয়র্কের সবচেয়ে বড় আইকনিক বিলবোর্ডে একজন বাঙালি শিল্পী হিসেবে আমাকে দেখলেন। আমি কাঁদছি না! সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার।’

তিনি আরও বলেন, ‘আপনার ধারণা নেই, একজন নিউইয়র্কবাসীর কাছে এটা কতটা আনন্দের। ছোটবেলায় সবসময় এই আইকনিক বিলবোর্ডের পাশ দিয়ে হেঁটে যেতাম। কিন্তু কখনো ভাবিনি আমি এই বিলবোর্ডে থাকব, বিশেষ করে একজন বাঙালি শিল্পী হিসেবে।’

জানা গেছে, টাইমস স্কয়ারের বিলবোর্ডে এই প্রচারের আয়োজন করেছে জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই।

এদিকে, সংগীত ক্যারিয়ারে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন মুজা। তবে তার গাওয়া ‘নয়া দামান’ গানটি শ্রোতাদের মন জয় করেছে। গানটি দ্বৈতভাবে কণ্ঠে তুলেন তসিবা বেগম ও মুজা। এছাড়াও তার গাওয়া ‘চেনা চেনা’, ‘ঝুমকা’ গান দারুণ জনপ্রিয়তা পেয়েছে শ্রোতামহলে।

বিষয়ঃ তারকা

Share This Article