৯৯৯ এ কল করে ১৭৫ শিক্ষক-শিক্ষার্থীর জীবন রক্ষা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৪২, রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ২২ মাঘ ১৪২৯

রাঙামাটিতে ৯৯৯ এ কল করে রক্ষা পেলো ১৭৫ শিক্ষক-শিক্ষার্থীর জীবন। গত ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাঙামাটি কাপ্তাই হ্রদের শুভলং ইউনিয়নের ইয়ারিং ছড়া এলাকায় এই শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশ।

 

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক মো. আবু তাহের ভূঁইয়া জানান, চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৭৫ জন শিক্ষক-শিক্ষার্থী শিক্ষা সফরের জন্য রাঙামাটি আসে। পরে শহরের উন্নয়ন বোর্ডের ঘাট থেকে একটি লঞ্চ ভাড়া করে তারা প্রথমে শুভলং ইউনিয়নের প্যাদা টিং টিং রেস্টুরেন্ট যায়। সেখান থেকে শুভলং ঝর্ণার উদ্দেশে রওনা দিলে তাদের লঞ্চটির পাটাতন কাপ্তাই হ্রদে ভেসে উঠা ডুবোচরে আটকে যায়। চালক, শ্রমিক ও শিক্ষার্থীরা চেষ্টা করেও লঞ্চটি চর থেকে বের করতে পারেননি। পরে সাহাযের জন্য এক শিক্ষার্থী সরকারি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে তাদের বিষয়টি জানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌ-পুলিশের একটি বিশেষ দল। পরে লঞ্চসহ শিক্ষক ও শিক্ষার্থীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি শহরের উন্নয়ন বোর্ডের লঞ্চ ঘাটে নিয়ে আসেন।

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. রুবেল জানান, লঞ্চ যখন ডুবোচরে আটকে যায়। সভায় খুবই ভয়ের মধ্যে ছিলেন। কারণ, আমাদের মধ্যে বেশিভাগ শিক্ষার্থী সাঁতার জানেন না। এদিকে রাতও গভির হচ্ছিল। অচেনা পরিবেশে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তবে পুলিশ সবাইকে নিরাপদে উদ্ধার করার পর আমরা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। 
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, জনসাধারণকে সেবা দিতে পুলিশ সবসময় প্রস্তুত। বিশেষ করে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের জন্য আমরা সজাগ। ৯৯৯ এ কল পাওয়ার পর আমাদের নৌপুলিশের দল ঘটনাস্থলে গিয়ে আপ্রাণ চেষ্টা করে যাত্রীসহ লঞ্চ ফিরিয়ে নিয়ে এসেছে। ওরা কিছুটা ভয়ে থাকলেও এখন সবার মুখে স্বস্তির হাসি। সবাইকে তাদের নিজ নিজ ঠিকানায় চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, বিএনপি দেখে না: কাদের

মার্কিন চাপ নয়, যুদ্ধ পুরোপুরি বন্ধ হলেই জিম্মি মুক্তি দেবে হামাস